নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাট্রিক করার পরে এখন প্রধানমন্ত্রী চেয়ারকে পাখির চোখ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন পরে দিল্লি সফরে গিয়ে সেই বিষয়ে একগুচ্ছ বৈঠক করেছেন তিনি। বিরোধী শিবিরের নানাবিধ নেতানেত্রীদের সঙ্গে আলোচনা করেছেন রণকৌশল নিয়ে।
আরও পড়ুন- আইপ্যাক কর্মীদের পুলিশের হেনস্থা নিয়ে মুখ খুললেন বিপ্লব
সেই তালিকায় নাম ছিল দক্ষিণ ভারতের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি কানিমোঝি। ডিএমকে দলের এই নেত্রী তথা সাংসদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করেন মমতা। তামিলনাড়ুর এই নেত্রী একটি বই উপহার দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই বইটির নাম- The Dravidian Model.
আরও পড়ুন- রাজ্যে নিম্নমুখী করোনার গ্রাফ, সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা
দক্ষিণ ভারতের সবথেকে বড় রাজ্য তামিলনাড়ুর রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা বিস্তারিত আলোচনা করা হয়েছে ওই বইটিতে। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়েছে ওই বইটি। বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন কানিমোঝি। এ দিন দিল্লিতে দক্ষিণ ভারতের ওই সাংসদের সঙ্গে অল্প সময় একান্তে কথা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর।
আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে মরিয়ে বিরোধী শিবির। সেই লক্ষ্যে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে সংসদে। বাংলার মাটিতে বিজেপির পরাজয় সেই আশা আরও বাড়িয়ে দিয়েছে। যার কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি বিরোধিতায় প্রধান মুখ হয়ে উঠেছেন তৃণমূল সুপ্রিমো। বাংলার মেয়ের নেতৃত্বেই দিনে একজোট হচ্ছেন বিরোধীরা। যার ফল জানা যাবে আরও তিন বছর পরে।