নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের লক্ষ্যে এখন থেকেই রণকৌশল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে রুখতে ফেডারেল ফ্রন্ট গঠনের ডাক দিয়েছেন তিনি। সেই কারণে বিরোধী নেতানেত্রীদের নিয়ে বৈঠক করবেন তিনি। তার আগে দলীয় সাংসদদের নিয়ে একপ্রস্থ বৈঠক করে নিলেন মমতা।
আরও পড়ুন- PK বলেই IPAC এর সদস্যদের ভয় পাচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার: তৃণমূল
তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর সোমবার প্রথম দিল্লিতে পা রেখেছেন তিনি। মঙ্গলবার থেকেই তৃণমূল সুপ্রিমো বৈঠক করেছেন একের পর এক বিরোধী নেতাদের সঙ্গে। সামনেই ২০২৪ সালে লোকসভা নির্বাচন। পাখির চোখ করেছেন সেই নির্বাচনকে। বিজেপি বিরোধী হাওয়ায় সব রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ায় ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়ার পরও মামলা IPAC এর সদস্যদের বিরুদ্ধে: তৃণমূল
কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে ১০ জনপথে বৈঠক রয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটে থেকে সেই বৈঠক শুরু হওয়ার কথা। তারপরে দেখা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও। দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক রয়েছে সন্ধ্যে ৬ টা থেকে।
আরও পড়ুন- ফের হার রানি রামপালদের, পরের রাউন্ডের রাস্তা আরও কঠিন করল ভারত
বিরোধী নেতানেত্রীদের সঙ্গে বৈঠকের আগে দলীয় সাংসদদের সঙ্গে একান্তে আলাপচারিতা করে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন দুপুরে একটা নাগাদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে শুরু হয়েছে সেই বৈঠক। দলনেত্রীর উপস্থিতিতে তৃণমূলের সাংসদেরা আল্লোচনা করছেন রণকৌশল নিয়ে। বিরোধী জোট কোন পথে হাঁটবে তা চূড়ান্ত হওয়ার আগে দলের সাংসদদের মতামতকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন মমতা। সেই কারণেই এই বৈঠক।
আরও পড়ুন- বিনয় মিশ্র কাণ্ডে তদন্ত করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের
এরপর আড়াইটে নাগাদ সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেই সময়েই জানা যেতে পারে বৈঠকের বিষয়বস্তু। যদিও রণকৌশল সংবাদমাধ্যমের কাছে জানাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।