কলকাতা, ২২ এপ্রিল : বিভিন্ন ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফের সাক্ষাৎ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) । সব কিছু ঠিকঠাক থাকলে, ৩০ এপ্রিল, শনিবার দিল্লিতে একই মঞ্চে দেখা যাবে তাঁদের ।
৩০ এপ্রিল চিফ মিনিস্টার্স-চিফ জাস্টিসেস কনফারেন্স অন জুডিশিয়ারি—এর উদ্বোধন ৷ এই সম্মেলন শেষবার অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে । ওই কনক্লেভে থাকবেন দেশের প্রধান বিচারপতি । উদ্বোধন করবেন মোদি । যেখানে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের । এর জন্য আগামী ২৯ এপ্রিল অর্থাৎ শুক্রবার দিল্লি উড়ে যাবেন তিনি ৷ একমঞ্চে থাকলেও অবশ্য মোদি ও মমতার আলাদা করে বৈঠক হবে কি না, তা এখনও পরিষ্কার নয় ।
গত নভেম্বরে রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর মাঝে বঙ্গের হাসপাতাল উদ্বোধনের মঞ্চে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন দু’জন । যেখানে রাজ্য-কেন্দ্রের তরজাও গড়িয়েছিল অনেক দূর । দিল্লি সফরে গিয়ে রাজ্যের একাধিক দাবি-দাওয়া রাখার সময়ে রাজ্যের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে (Bengal Global Business Summit) আসার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মমতা । সেই সময় প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও জানিয়েছিলেন তিনি । যদিও শেষ পর্যন্ত বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেননি প্রধানমন্ত্রী ৷
আরও পড়ুন: Jignesh Mevani: মত প্রকাশের অধিকারকে এত ভয় কেন?