নয়াদিল্লি: সাকুল্যে ১৫ মিনিটের বৈঠক৷ ওই টুকু সময়েই সোনিয়া গান্ধীর কাছে বিজেপি বিরোধী জোট গঠনের বার্তা দিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘হোপ টোয়েন্টি ফোর৷’
আরও পড়ুন: সোনিয়ার সঙ্গে বৈঠকের পর ‘লিডার নই ক্যাডার’ বলে বিরোধী ঐক্যের বার্তা মমতার
বিজেপিকে হারাতে বিরোধী বিরোধী জোট গঠনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই জোট গঠনের কাজে সলতে পাকাতে পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছেন তিনি৷ আজ বুধবার দেখা করেন সোনিয়া গান্ধীর সঙ্গে৷ তাঁর সঙ্গে সাক্ষাত সেরে মমতা স্পষ্টতই জানান, তিনি একা কিছু করতে পারবেন না৷ বিজেপিকে হারাতে সবাইকে একজোট হয়ে লড়তে হবে৷
মমতার কথায়, ‘আমি লিডার নই, আমিও ক্যাডার৷ আমি স্ট্রিট ফাইটার৷’ ২০২৪-এ বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে আশা জোগাতে ‘হোপ টোয়েন্টি ফোর’ বার্তা দেন তৃণমূল নেত্রী৷ সোনিয়া-মমতার বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী৷ বলে রাখা ভালো, বিপুল সমর্থন নিয়ে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ১০ জনপথে গিয়ে সোনিয়ার সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: ‘জাগো বাংলায়’ অনিল বিশ্বাস কন্যার প্রবন্ধ, আলিমুদ্দিনের মুখে কুলুপ
মঙ্গলবার মমতা দেখা করেন প্রবীণ কংগ্রেস নেতা কমল নাথ ও আনন্দ শর্মার সঙ্গে৷ বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর দু’জনেই জোট নিয়ে আশা প্রকাশ করেন৷ এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট গঠনের তৎপরতা নিয়ে কটাক্ষ করেন বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্র৷ অতীতের উদাহরণ তুলে ধরে তিনি জানান, ২০১৮ সালে কর্ণাটকের মঞ্চে বিরোধী ঐক্যের ছবি দেখা গিয়েছিল৷ তার পর বিরোধী জোটের কী হাল হয়েছিল গোটা দেশ জানে৷