বারাণসী: গঙ্গার জলে তখনও পড়ন্ত সূর্যের আলোটা পড়ছিল৷ উল্টোদিকে রাতের অন্ধকার মুছতে রাস্তার ধারের আলোগুলো চোখ খুলছিল৷ ঠিক তখনই গুঞ্জনের রোল যেন শব্দধ্বনিতে পরিণত হল৷ হিন্দির সুরে ‘দিদি দিদি’ ডাকে বারাণসীর ঘাটটা (Mamata Banerjee at Varanasi) যেন তখন কলকাতার ফেয়ারলি বা বাবুঘাটে পরিণত হয়েছে৷
মুহূর্তে সংবাদমাধ্যমকে মুড়ে দিল হাজারো জনতার ভিড়৷ ঘাটে এসে বসলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গী দলের আরও কয়েকজন৷ পরিচিত কয়েকজন৷ না, আজ তাঁর উপস্থিতি রাজনৈতিক নেত্রী হিসেবে নয়৷ নিছক বারাণসীর ঘাটে সন্ধ্যারতি দেখতে৷
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসীতে পা দিয়েছেন মমতা৷ উদ্দেশ্য, রাজনৈতিক প্রচার৷ অখিলেশ যাদবের হয়ে প্রচার৷ নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরা অখিলেশকে সমর্থনের বার্তা আরও তীব্র করা৷ পাশে থাকার কথাটা আরও জোরের সঙ্গে বলা৷ বিজেপি বিরোধী জোটকে আগামী দিনে আরও মজবুত করার কাজটা তৈরি করা৷ কাজ অনেক৷ সবটাই রাজনৈতিক৷ লক্ষ্য স্থির৷ কিন্তু আজ তিনি নিছকই একজন বাঙালি দিদি৷ যাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া৷ যাঁকে দেখতে পাওয়ার আকুতি নিয়ে বারাণসীর ঘাটে হাজারো মানুষের ভিড়৷ একটিবার সামনে থেকে দেখা সেই মানুষটাকে, সেই নেত্রীকে৷ যিনি বিজেপির জয়ের রথ রুখে দিয়েছেন বাংলার মাটিতে৷ যে অগ্নিকন্যার ডাকে ২০০-র বেশি আসনে বাংলায় ফের সবুজ আবির উড়েছে৷ যে জননেত্রীকে ভরসা করে আজ ১০২টি পুরসভা তৃণমূলের হাতে সঁপে দিয়েছে বাংলার মানুষ৷
আরও পড়ুন: WB Election Result: তিন দশক পর কংগ্রেসের হাতছাড়া বহরমপুর পুরসভা, ভোট লুটের অভিযোগ অধীরের
উত্তরপ্রদেশের বারাণসী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র৷ এখান থেকে জিতেই প্রধানমন্ত্রীর কুর্সি আলো করেছেন মোদি৷ এই মুহূর্তে মোদি বিরোধী মুখ নিঃসন্দেহে মমতাই৷ তাঁকে সামনে রেখেই সারাদেশে মোদির বিরুদ্ধে তৈরি হচ্ছে জোট তৈরির কাজ৷ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কাজের বিরুদ্ধে প্রথম থেকেই সরব হয়েছে মমতা৷ নোটবন্দি থেকে শুরু করে একাধিক পদক্ষেপের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রথমেই৷ এবং প্রমাণিত হয়েছে তিনি কতটা সঠিক৷ এহেন নেত্রীকে একটিবার সামনে থেকে দেখার জন্য সন্ধে সাড়ে ৬টায় বারাণসীর ঘাটে যে বিপুল জনসমুদ্র দেখা গেল তা নিঃসন্দেহে ধর্মতলার ছোটখাট জমায়েতকে হার মানাবে৷
শ’য়ে শ’য়ে মানুষের দিদি দিদি ধ্বনিতে ভারী হয়ে উঠল বারাণসীর ঘাট৷ শিবমন্দিরের ঘণ্টা শব্দ যেন অনেকটাই ম্লান করে দিচ্ছিল সেই ডাক৷ মমতা এসছেন শুনে দেখা করতে ছুটে এলেন অখিলেশের দূত৷ পশ্চিমবঙ্গের প্রাক্তন মৎস্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কিরণময় নন্দ৷ ছিলেন সপার বেশ কয়েকজন শীর্ষ নেতা৷ বেশ কিছুক্ষণ হালকা চালে কথা হল৷ কিন্তু সব কিছুই যেন তুলে রাখলেন আগামিকাল বৃহস্পতিবারের জন্য৷ আজ তো কেবলই তিনি বারণসীর ঘাটে এসেছেন একটিবার সন্ধ্যারতি দেখার জন্য৷ একটু বিশ্রাম নিতে৷
আরও পড়ুন: Wb election result: বিরোধীদের হিংসার অভিযোগ উড়িয়ে বাংলা আজও মমতাময়ী
আর বারাণসীর মানুষ বুঝিয়ে দিল, এ যেন তিনি এলেন, দেখলেন, জয় করলেন৷