কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশে (Madhya Pradesh’s Sidhi district) সাংবাদিক ও নাট্যকর্মীদের গ্রেফতার করে থানায় জামাকাপড় খুলিয়ে দাঁড় করিয়ে রাখা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। কিন্তু কেন পুলিসের এমন পৈশাচিক আচরণ? কেন তাঁদের শুধু অন্তর্বাস পরিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছিল? তার অদ্ভুত ব্যাখ্যা দিলেন স্টেশন হাউস অফিসার মনোজ সোনি। সেই ব্যাখ্যা নিয়েও চলছে তোলপাড়।
মনোজ জানান, ধৃতরা যাতে নিজেদের জামাকাপড় ব্যবহার করে আত্মহত্যা করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছিল। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর সিদ্ধির পুলিস সুপার মুকেশ কুমার শ্রীবাস্তবও একই কথা জানিয়েছিলেন। তাঁরও দাবি ছিল গ্রেফতার হওয়া ওই ব্যক্তিরা যাতে কোনও দুর্ঘটনা না ঘটাতে পারেন বা পোশাক ব্যবহার করে আত্মঘাতী না হন, তার জন্যই এটা করা হয়েছিল। পুলিস সুপার এর মধ্যে কোনও অন্যায়ও দেখতে পাননি। তাঁর মতে, এটা অস্বাভাবিক কিছু নয়।
মধ্যপ্রদেশের সিদ্ধি জেলায় (Sidhi district of Madhya)। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নীরজ কুন্দেরকে গ্রেফতারের খবর করতে গিয়েছিলেন সাংবাদিক ও নাট্যকর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন ইউটিউবার এবং সাংবাদিক কণিষ্ক তিওয়ারি। পুলিস সকলকে গ্রেফতার করে। থানায় জামাকাপড় খুলিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। জেলা পুলিসের অবশ্য দাবি, ধৃতরা কেউ সাংবাদিক বা নাট্যকর্মী নন। তাঁরা দুষ্কৃতী। তাঁদের প্রথমে আটক করা হয়। পরে গ্রেফতার করা হয়। ওই ছবি ভাইরাল হয়। ২ এপ্রিলের ওই ঘটনার প্রতিবাদে নেট দুনিয়ায় ঝড় ওঠে।
আরও পড়ুন- Journalist Madhya Pradesh: মধ্যপ্রদেশ ও ওডিশায় সাংবাদিক নিগ্রহের তীব্র নিন্দা এডিটরস গিল্ডের