পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে ক্রমাগত। আশঙ্কা ছিল এবার হয়তো গ্যাসের দামও বাড়বে। দেশবাসীর সেই আশঙ্কাকে সত্যি করে মাসের প্রথম দিনেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২৬৬ টাকা বাড়ল।
দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম আজ থেকে ২০০০ টাকা ৫০ পয়সা হয়েছে। আগে এর দাম ছিল ১,৭৩৪ টাকা। তবে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বাড়েনি। এর আগে ১ অক্টোবর ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। তখন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,৬৯৩ টাকা থেকে ১,৭৩৪ টাকা হয়। সোমবার থেকে এই গ্যাস সিলিন্ডার বিক্রি হবে ২০০০ টাকা ৫০ পয়সায়। ২৬৬ টাকা যোগ হয়ে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২,০৭৩ টাকা ৫০ পয়সা। চেন্নাই ও মুম্বইতেও ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। চেন্নাইতে এক একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,১৩৩ টাকায় এবং মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১,৯৫০ টাকা।
পরের বছর গোয়া সহ একাধিক রাজ্যে বিধানসভার ভোট আছে। তার আগে পেট্রল ও ডিজেলের এই আকাশছোঁয়া দাম মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। তার মধ্যে গৃহস্থের গ্যাসের দাম না বাড়িয়ে হোটেল এবং রেস্তোরাঁর সিলিন্ডারের দাম বাড়ানো হল। সেই ক্ষেত্রে মনে করা হচ্ছে যে বিধানসভার ভোট মিটে গেলেই ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম আরও বাড়বে। করোনার জন্য এমনিতেই হোটেল ব্যবসা প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত। তার উপর বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানোর ফলে ব্যবসার উপর চাপ বাড়বে বলে মনে করছেন হোটেল ও রেস্তোরাঁর মালিকরা।