নয়াদিল্লি: সংক্রমণে লাগাম টানতে সপ্তাহান্তে দিল্লিতে কারফিউ জারির সিদ্ধান্ত নিল কেজরিওয়াল সরকার (Lockdown in Delhi)। লকডাউনের মতো করেই রাজধানীতে প্রতি সপ্তাহের শেষে কারফিউ জারি থাকবে (curfew in delhi)। পরিস্থিতি পর্যালোচনা করে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কর্তৃপক্ষও ডাক্তারদের ছুটি বাতিল করেছে (Lockdown curfew in weekends at delhi)। এইএমসের ৫০ জন ডাক্তার এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে। এমত অবস্থায় নিরবচ্ছিন্ন পরিষেবা চালু রাখতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত।
মধ্য-ডিসেম্বর থেকেই দিল্লিতে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণের হার ধারাবাহিক ভাবে বাড়তে থাকায় আর ঝুঁকি না নিয়ে, হলুদ সতর্কতা জারি করে দেয় দিল্লি সরকার। নতুন করে আরোপ হয় কোভিড বিধিনিষেধ। তার পরেও সংক্রমণের গ্রাফ আশানুরূপ না কমায়, লোকজনের গতিবিধিতে লাগাম টানতে সপ্তাহান্তে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।
আরও পড়ুন : Covid India: ভারতে ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত ৩৭,৩৭৯ জন, ওমিক্রন বেড়ে প্রায় ১৯০০
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। কেজরির কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনীতিকরাই করোনার ‘সুপার স্প্রেডার’ হতে চলেছেন। কারণ, কেন্দ্রীয় মন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডে, বিজেপি নেতা মনোজ তিওয়ারি-সহ ইতিমধ্যে অনেকেরই কোভিড ধরা পড়েছে।
রাজধানীর বর্তমান কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া মঙ্গলবার জানিয়েছেন, সরকারি কর্মীরা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করবেন। তবে, জরুরি পরিষেবায় জড়তিদের কর্মক্ষেত্রে আসতে হবে। বেসরকারি অফিসের ক্ষেত্রে ৫০ শতাংশ হাজিরার কথা বলা হয়েছে।
আরও পড়ুন : Covid Vaccine: কমবয়সীদের টিকা দিতে ‘মেয়াদ’ ফুরিয়ে যাওয়া ভ্যাকসিন? অভিযোগ খারিজ করল কেন্দ্র
হলুদ সতর্কতা জারির সময় গণপরিবহণে যাত্রীসংখ্যা ৫০ শতাংশ বেঁধে দিয়েছিল কেজরি সরকার। কিন্তু এতে বাসে-মেট্রোয় বেশি ভিড় হচ্ছে। তাতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও আরও বাড়ছে। তাই এদিন নতুন নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, বাসে-মেট্রোয় ১০০ শতাংশ যাত্রীই উঠতে পারবে।
এই মুহূর্তে দিল্লি এইএমসের কমপক্ষে ৫০ জন ডাক্তার আইসোলেশনে রয়েছেন। চিকিত্সকদের কয়েক জনের কোভিড রিপোর্ট পজিটিভ আসার পরেই সংক্রমণের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এইএমসে অনেক ডাক্তারই শীতকালীন ছুটিতে থাকেন। পরিস্থিতি বিবেচনা করে সেই ছুটি বাতিল করে এইএমস কর্তৃপক্ষ।