কেরালা: এখনই করোনাবিধি শিথিল হচ্ছে না। আরও কিছুদিন জারি থাকবে লকডাউন। অনির্দিষ্ট কালের জন্য বাড়ানো হল সপ্তাহশেষের লকডাউন। পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত চলবে লকডাউন।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ৪৮ ঘন্টার লকডাউন এবং নাইট কারফিউ চলবে। এছাড়া সামাজিক জমায়েতের উপর নিষেধাজ্ঞা, রেস্তোরাঁ, সিনেমা হল, সুইমিং পুল ব্যাবহারে ইতিমধ্যেই রাশ টেনেছে সরকার। একদিকে করোনা, অন্যদিকে জিকা ভাইরাসের প্রকোপ। সেই কারণেই ঘোষণা করা হয়েছে লকডাউন।
যদিও জিকা ভাইরাস মোকাবিলায় কেরালা সরকার যথেষ্ট তৎপর। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেদিকেই কড়া নজর রাখাছে সরকার। সূত্রের খবর অনুযায়ী, মোট ১৫ জনের শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছে। অন্যদিকে করোনা আক্রান্তের সংখ্যাও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।