কলকাতা টিভি ওয়েব ডেস্ক: লোকসভায়(Parliament) প্রধানমন্ত্রীর (Prime Minister Narendra Modi) ভাষণের পরেই টুইট যুদ্ধে জড়ালেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath ) এবং অরবিন্দ কেজরিয়াল। সোমবার সংসদে রাজ্যপালের ভাষণের উপর বিতর্কে অংশ নিয়ে নরেন্দ্র মোদি একহাত নেন কংগ্রেস এবং আপকে (Heated exchange between Kejri and Yogi)। তাঁর অভিযোগ ছিল, করোনা পর্বে ওই দুই দল মহারাষ্ট্র এবং দিল্লিতে অসহায় মানুষকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করেছে।
কয়েক ঘণ্টার মধ্যেই এই ইস্যুতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়ালকে(Arvind Kejriwal) টুইটে বিঁধলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পালটা জবাব দিতে দেরি করেননি কেজরিয়ালও। তা নিয়ে জমে উঠেছে টুইট যুদ্ধ।
সোমবার লোকসভার অধিবেশন শেষ হতে না হতেই বিতর্কের শুরু। রাত ৯.২৬ মিনিটে আপের ফেসবুক পেজে লেখা হয়, করোনাকালে অপরিকল্পিত লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের সংকট নিয়ে প্রধানমন্ত্রী লোকসভায় অসত্য বিবৃতি দিয়েছেন। মানুষের দুর্দশা নিয়ে তিনি সেন্সিটিভ হবেন, এটাই দেশ প্রত্যাশা করে। কিন্তু প্রধানমন্ত্রী নোংরা রাজনীতি নিয়ে ব্যস্ত।
এরপরই আসরে নামেন যোগী আদিত্যনাথ। তিনি ‘শুনো কেজরিওয়াল (suno Kejriwal)’ সম্বোধন করে টুইটে হিন্দিতে লেখেন, করোনার সময় যখন গোটা দেশে হাহাকার চলছিল, তখন আপনি উত্তরপ্রদেশের মানুষকে দিল্লি ছাড়তে বাধ্য করেছিলেন। মাঝরাতে উত্তরপ্রদেশের অসংখ্য শিশু ও মহিলাকে সীমানায় ছেড়ে দিয়ে আপনার সরকার অত্যন্ত অগণতান্ত্রিক এবং অমানবিক কাজ করেছে। আপনাকে মানবতাদ্রোহী বলব নাকি…
আরও পড়ুন- Azamgarh: ‘সন্ত্রাসের দুর্গ’ আজমগড়ে বিজেপি-সমাজবাদী পার্টির চিন্তার কারণ রিহাই মঞ্চের রাজীব যাদব
পালটা জবাব দিতে কালবিলম্ব করেননি কেজরিওয়াল। হিন্দিতেই তিনি ‘শুনো যোগী’ (Suno Yogi) বলে টুইট করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। অরবিন্দ লেখেন, উত্তরপ্রদেশের করোনা আক্রান্ত মানুষের লাশ নদীতে ভাসছে। আর আপনি কোটি টাকা খরচা করে টাইম ম্যাগাজিনে আপনার কাজের বিজ্ঞাপন দিয়ে মিথ্যে বাহবা কুড়োচ্ছেন। আপনার মতো নিষ্ঠুর ও নির্দয় শাসক আমি আগে দেখিনি।
सुनो योगी,
आप तो रहने ही दो। जिस तरह UP के लोगों की लाशें नदी में बह रहीं थीं और आप करोड़ों रुपए खर्च करके Times मैगज़ीन में अपनी झूठी वाह वाही के विज्ञापन दे रहे थे। आप जैसा निर्दयी और क्रूर शासक मैंने नहीं देखा। https://t.co/qxcs2w60lG
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 7, 2022
নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে ‘শুনো কেজরি’ এবং ‘শুনো যোগী’-র টুইট যুদ্ধ। তা নিয়ে দুজনেরই পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।