নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে নীতি আয়োগের বৈঠকে (Niti Aayog Governing Council Meeting) বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর প্রথমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মুখোমুখি হয়ে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে জোর দিলেন প্রধানমন্ত্রী। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে প্রশাসনের সব স্তরে কেন্দ্র-রাজ্য একযোগে কাজ করার আহ্বান জানান।শনিবার দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক ছিল। মোদি জানান, উন্নয়নে আরও গতি আনা দরকার। সেই গতি আনতে ‘টিম ইন্ডিয়া’-র মতো কাজ করতে হবে। বৈঠকে অবশ্য ছিলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গরহাজির ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও।
এ দিনের বৈঠক থেকে নমো বার্তা দেন, ‘আমাদের উন্নয়নের গতি বাড়াতে হবে। কেন্দ্র ও রাজ্যগুলি একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের লক্ষ্যে কাজ করে তা হলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়।’ প্রধানমন্ত্রী বৈঠকে জানান, মানুষ যদি উন্নয়ন উপলব্ধি করতে পারে, তবেই উন্নয়নের লক্ষ্যপূরণ হবে। একই সঙ্গে উন্নয়নের কর্মধারায় আরও বেশি করে মহিলাদের যুক্ত করার পক্ষেও সওয়াল নমোর।
আরও পড়ুন: ষাটের দশকের ভারত ভেবে দাদাগিরি করতে গিয়ে ICU-তে যাওয়ার দশা পাকিস্তানের!
কী ভাবে সেই উন্নয়নের পথে হাঁটা যায়, রাজ্যগুলিকে সে সম্পর্কে একটা ধারণাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিকশিত ভারত প্রত্যেক ভারতীয়র লক্ষ্য। যদি প্রত্যেক রাজ্য বিকশিত হয়, তাহলে ভারত বিকশিত হবে। ১৪০ কোটি ভারতীয়র এটাই আকাঙ্ক্ষা। মানুষ যদি পরিবর্তন উপলব্ধি করতে পারে তবেই উন্নয়নের লক্ষ্য পূরণ হবে। মোদি বলেন, আমাদের লক্ষ্য, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গঠন করা। বিশ্বমানের পর্যটন নিয়ে রাজ্যগুলিকে উদ্যোগী হতে হবে। মোদি বলেন, ‘একটি রাজ্য, একটি বিশ্বমানের ডেস্টিনেশন’। আন্তর্জাতিক মানকে সামনে রেখে প্রতিটি রাজ্যের উচিত অন্তত একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নেওয়া। সেখানে সব রকমের সুযোগ সুবিধা ও পরিকাঠামো থাকবে।
দেখুন ভিডিও