ওয়েব ডেস্ক: রথযাত্রায় পুরীর (Puri Rathyatra) গুন্ডিচা মন্দিরের থেকে শিক্ষা নিয়ে এবার উল্টো রথযাত্রায় দেখা গেল পুরীতে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা। মাসির বাড়িতে এক সপ্তাহ কাটিয়ে এবার নিজের বাড়িতে ফিরবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এদিন দিঘা, পুরীতে মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ।
গত ২৯ জুন, গুন্ডিচা মন্দিরে জগন্নাথ (Jagannath) দর্শনে হুড়োহুড়ি পরে যায়। ঘটনায় মৃত্যু হয় তিনজনের। পুলিশ সূত্রে খবর, অপ্রীতিকর ঘটনা এড়াতে টেম্পল টাউনে ৬,০০০ রাজ্য পুলিশ কর্মী এবং ৮০০ সিএপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সিএপিএফের ৮০০ জন সদস্যকেও মোটাসেন করা হয়েছে। ভিড়ের দিকে নজর রাখার জন্য ২৭৫ টির ও বেশিি এআই সক্ষম সিসিটিভি ক্যামেরা লাগানও হয়েছে।
জানা গিয়েছে, দুপুর ১২ টায় শুরু হয় পাহান্ডি অনুষ্ঠান। দুপুর আড়াইটে নাগাজ প্রথা মেনে সোনার ঝাঁড়ুতে ছাঁট দেওয়া হয়। বিকেল চারটেয় রথে ঘোড়া লাগানোর পর শুরু হয় রথ টানা।
আরও পড়ুন : উল্টোরথে জোরদার নিরাপত্তা ব্যবস্থা দিঘায়, কখন পড়বে রথের রশিতে টান?
গোটা রাস্তাতেই কড়া নিরাপত্তায় থাকবে পুলিশি প্রহরা। আর সেই ঘটনা যেন পুনরায় না ঘটে, সেই কারনেই মোতায়েন কড়া পুলিশি প্রহরা।
দেখুন অন্য খবর