ওয়েব ডেস্ক: গত শুক্রবার ইন্দোর-দেওয়াস বাইপাসে টানা ৪০ ঘণ্টার ট্র্যাফিক জ্যামে প্রাণ হারিয়েছেন তিন জন। এই ঘটনা ঘিরে তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। জল গড়ায় হাইকোর্টে। আদালতে বিতর্কিত মন্তব্য করার জেরে এবার শোকজ করা হল জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষের পাশে দাড়ানো আইনজীবিকে।
গত ৩০ জুন আদালতে শুনানির সময় জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষের (NHAI) হয়ে দাঁড়ানো আইনজীবী মন্তব্য করেন, ‘মানুষ এত সকালে কোনও কাজ ছাড়াই রাস্তায় বেরোয় কেন?’ এই বিতর্কিত মন্তব্যের জেরে পদক্ষেপ নিল NHAI। এই ঘটনার পরেই NHAI সংস্থা নিজেকে সেই বক্তব্য থেকে সম্পূর্ণভাবে সরিয়ে নেয়। তারা জানিয়ে দেয়, ওই আইনজীবীর বক্তব্য কোনওভাবেই সংস্থার মতামত নয় এবং সেটার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। NHAI তাদের নিজেদেরই আইনজীবীর বিরুদ্ধে শোকজ নোটিস পাঠিয়েছে এবং আদালতে কেন এইরকম মন্তব্য করা হল, তারও ব্যাখ্যা চেয়েছে।
আরও পড়ুন : বড়সড় সামরিক চুক্তি! আমেরিকা থেকে অস্ত্র কিনছে ভারত
মূলত, ছুটির দিনগুলোতে বেশিমানুষ রাস্তায় বেরোয়। বাইপশে বাড়ে অতিরিক্ত চাপ। এই য়ুক্তিতেই আইনজীবি কাজে লাগেতে চেয়েছিলেন। কিন্তু তা পরিকাঠামোর ব্যর্থতা ঢাকার চেষ্টা হিসেবে দেখা হয়েছে। তাঁর মন্তব্য কার্যত ইন্দোরবাসীদের ছুটির দিনে বোড়ালোকেই দায়ী করেছে। বর্তমানে মধ্যপ্রদেশ হাইকোর্টে চলতে থাকা এই মামলায় NHAI-এর জবাবদিহি ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন আরও জোরালও হচ্ছে।
দেখুন অন্য খবর