কলকাতা টিভি ওয়েব ডেস্ক: সালটা ১৯৯৭। দেশের স্বাধীনতার ৫০ বছর। দেশের স্বাধীনতা প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী বর্ষ। দেশের রাজনীতি তখন টালমাটাল। প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল। তবে, তিনি বেশিদিন সরকার চালাতে পারেননি। ওই সময় লোকসভার অধ্যক্ষ ছিলেন পি এ সাংমা।
সেই বছরই সংসদের সেন্ট্রাল হলে (Central Hall of Parliament) সরকারি উদ্যোগে পালন করা হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী (Golden Jubilee Celebration of India’s Independence )। মধ্যরাতে (14-15 August, 1997) ওই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)।
সেন্ট্রাল হলে উপস্থিত প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী সভার সদস্যরা, অধ্যক্ষ এবং বিশিষ্ট জনেরা। লতা গাইলেন ইকবালের বিখ্যাত গান ‘সারে জাহাঁ সে আচ্ছা’। লতার সঙ্গে ছিলেন আরও অনেক শিল্পী। সে এক অনবদ্য দৃশ্য।
রবিবার লতার মৃত্যুর পর লোকসভার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে সেদিনের অনুষ্ঠানের ভিডিয়ো প্রকাশ করা হয়। সেটি দেখে আজকে অনেক প্রবীণেরই সেই দিন্টির কথা স্মৃতিপটে ভেসে এসেছে।
আরও পড়ুন- Lata Mangeshkar Passes Away: লতা গাইছেন, আয়ে মেরে ওয়াতন… নেহরুর চোখে তখন জল
One of the unforgettable performances by #NightingaleofIndia, @mangeshkarlata Ji in the Central Hall of Parliament on the occasion of Golden Jubilee Celebration of India's Independence in the midnight of 14-15 August, 1997 @loksabhaspeaker @Sansad_tv pic.twitter.com/v6HdzWioSo
— LOK SABHA (@LokSabhaSectt) February 6, 2022