শ্রীনগর: কাশ্মীরে লস্কর-এ-তইবার শীর্ষ কমান্ডার নাদিম আবরার গ্রেফতার। সুত্রের খবর, কাশ্মীরের উপকণ্ঠে পরিমপোরা চেকপোস্টের কাছে, নাদিম ও আরও একজন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সোমবার, জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনী নাদিমকে গ্রেফতার করে। আধিকারিকরা জানিয়েছেন, কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের উপর বহু হামলায় অভিযুক্ত নাদিম। কাশ্মীরে পুলিশের আইজি বিজয়কুমার এক ট্যুইট বার্তায় লেখেন, ‘লস্কর-এ-তইবার শীর্ষ কমান্ডার নাদিম আবরার গ্রেফতার হয়েছে। বহু খুনে অভিযুক্ত সে।’ নিরাপত্তা বাহিনীর জন্য এটি বড় সাফল্য বলেও উল্লেখ করেন তিনি। নাদিমের হেফাজত থেকে পিস্তল ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর
তবে ঘটনার কথা বিস্তারিত জানাননি আইজি বিজয়কুমার। সুত্রের খবরে জানা গেছে, কাশ্মীরের উপকণ্ঠে পরিমপোরা চেকপোস্টের কাছে, নাদিম ও আরও একজন সন্দেহজনক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই দু’জনের কাছে পিস্তল ও গ্রেনেড পাওয়া গেছে। সুত্র আরও জানিয়েছে, আবরার একটি গাড়িতে করে যাচ্ছিল। তখনই জাতীয় সড়কের ক্রসিংয়ে, পরিমপোরার কাছে, শ্রীনগর পুলিশ ও কারগোর যৌথ অভিযানে ধরা পড়ে যায় আবরার ও তার সঙ্গী।
আরও পড়ুন : শ্রীনগরে জঙ্গি হামলা, জখম ৩
পুলিশ জানিয়েছে, চলতি বছরের গোড়ায় লয়ায়পোরায় ৩ জন সিআরপিএফ জওয়ানকে খুনের ঘটনায় জড়িত আবরার।
সুত্রের খবর লস্করের আর এক নেতা ইউসুফ কানত্রুর ঘনিষ্ঠ আবরার নারবালের বাসিন্দা।