লখনউ: লখিমপুর খেরি কাণ্ডে নয়া মোড়। পুলিশি তলব এড়িয়ে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের অভিযুক্ত ছেলে আশিষ মিশ্র। বৃহস্পতিবার লখিমপুর কাণ্ডে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে উত্তরপ্রদেশ পুলিশকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারই প্রেক্ষিতে শুক্রবার অভিযুক্ত অজয় মিশ্রকে থানায় তলব করে পুলিশ। কিন্তু এদিন দীর্ঘক্ষণ পুলিশ আধিকারিকেরা তাঁর অপেক্ষায় বসে থাকলেও অজয় মিশ্র থানায় আসেননি বলে অভিযোগ। তবে সূত্রের খবর, এদিন সকালে পুলিশি তলব এড়িয়ে গেলেও চাপের মুখে পড়ে লখিমপুর থানার ক্রাইম ব্র্যাঞ্চে হাজিরা দিতে পারেন অভিযুক্ত আশিস মিশ্র।
গত রবিবার লখিমপুর হত্যাকাণ্ডের পর প্রথমবার পুলিশি জেরার জন্য তলব করা হয়েছিল অজয় মিশ্রকে। অজয় মিশ্রের জেরার দায়িত্বে ছিলেন তদন্তকারী পুলিশ আধিকারিক উপেন্দ্র আগরওয়াল। এদিন সকাল ১০ টায় থানায় হাজির হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অজয় মিশ্র থানায় হাজির না হওয়ায় লখিমপুর ইস্যুতে নতুন মোড় এল বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
আরও পড়ুন: লখিমপুরের ঘটনার নিন্দা করার জন্যই আয়করের হানা, কেন্দ্রকে তোপ শরদের
গত রবিবার কৃষকদের মিছিলে গাড়ি চালিয়ে হত্যার ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়। ঘটনাটিকে কেন্দ্র করে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক উত্তাপ। এমন পরিস্থিতি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির পর নড়েচড়ে বসেন তদন্তকারীরা৷ কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় কত জনকে গ্রেফতার করা হয়েছে তা পুলিশের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যে রাজ্য সরকারের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে আদালত৷ তার পরই জিজ্ঞাসাবাদের জন্য আশিস মিশ্রকে তলব করে পুলিশ৷
আরও পড়ুন: মহারাষ্ট্রে প্রাণ সংশয়ের মুখে তিনি, দাবি আরিয়ান কাণ্ডে অভিযুক্ত বিজেপি নেতার
তবে শুক্রবার প্রথমে পুলিশি তলব এড়িয়ে গেলেও পরে চাপের মুখে পড়েই ক্রাইম ব্রাঞ্চের হাজিরা দিতে পারে আশিস মিশ্র। এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল।