নয়াদিল্লি: লখিমপুর খেরি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। লখিমপুর খেরি কাণ্ডে (Lakhimpur Kheri case) কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির (Ajay Misra Teni) ইস্তফা দাবি করে মঙ্গলবার লোকসভা ও রাজ্যসভার সাংসদরা পার্লামেন্টের গান্ধীমূর্তি চত্বর থেকে বিজয় চক পর্যন্ত পদযাত্রা করেন। সেই পদযাত্রা থেকেই ক্ষুব্ধ রাহুল বলেন, ‘অজয় মিশ্র টেনির বিরুদ্ধে কিছুই করছেন না নরেন্দ্র মোদি (Narendra Mod)। মিডিয়াও এ বিষয়ে চুপ।’
রাহুলের কথায়, ‘আমরা সংসদে বারবার লখিমপুর ইস্যু তুলেছি। কিন্তু সরকার তো কোনও কথাই শুনতে চাইছে না। কেন্দ্রের এই ভূমিকা আমরা বেশি দিন বরদাস্ত করব না। আজ নয়তো কাল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকেও জেলে যেতে হবে ( India PM)।’
লখিমপুর নিয়ে সিট-এর তদন্ত রিপোর্টের উল্লেখ করে সোনিয়া-পুত্র বলেন, ‘মন্ত্রীর ছেলে কৃষকদের খুন করেছে। সিটের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। কোনও দুর্ঘটনা নয়। তার পরেও প্রধানমন্রী আশ্চর্যজনক ভাবে নির্লিপ্ত! মোদি আন্দোলনরত কৃষকদের কাছে ক্ষমা চাইলেন। অথচ, লখিমপুরের ঘটনায় দলের মন্ত্রীকে বহিষ্কার করলেন না।’
আরও পড়ুন: বিজয় মাল্যদের সম্পত্তি নিলামে উদ্ধার ১৩ হাজার কোটি টাকা, সংসদে জানালেন অর্থমন্ত্রী
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনিকে ‘অপরাধী’ হিসেবে উল্লেখ করেন রাহুল গান্ধী। তাঁর দাবি, লখিমপুর খেরির কৃষক খুনের ঘটনায় অজয় মিশ্রও জড়িত। সিট তার রিপোর্টে জানিয়েছে, ৩ অক্টোবর পরিকল্পনা মাফিক লখিমপুর খেরির কৃষকদের গাড়িচাপা দিয়ে মারা হয়েছে।
আরও পড়ুন: PM Modi: মোদির ছবিতে আপত্তি! হাইকোর্ট এক লক্ষ টাকা জরিমানা করল মামলাকারীকে
লখিমপুর খেরি নিয়ে বিরোধীদের বিক্ষোভের জেরে বিগত কয়েক দিনের মধ্যে একাধিকবার সংসদের দুই কক্ষ অচল হয়ে যায়। ৩ অক্টোবর লখিমপুর খেরির হিংসায় বিক্ষোভকারী চার কৃষক-সহ ৮ জনের মৃত্যু হয়। অজয় মিশ্রর ছেলের গাড়ি বিক্ষোভকারীদের চাপা দেয় বলে অভিযোগ ওঠে। যার জেরে অজয় মিশ্রের গাড়ির চালক সহ তিন জনকে পিটিয়ে মারারও অভিযোগ ওঠে। গাড়িচাপায় সেখানে উপস্থিত এক সাংবাদিকেরও মৃত্যু হয়।