সিমলা: অসময়ের বরফে ঢেকে গেল সিমলার কুনজুম পাস৷ অবাক পর্যটকেরা৷
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই বরফ পড়তে শুরু করে৷ টানা ঘন্টা চারেকের মধ্যে পুরো এলাকা বরফের চাদরে ঢেকে যায়। পাহাড়ের আঁকাবাঁকা পথে কালো,খয়েরি, হলুদ রং নড়াচড়া করছে৷ একটু ধৈর্য ধরে স্পষ্ট হবে, গাধার পিঠে লোটা কম্বল বাঁধা৷ বরফ পড়তে শুরু হতেই তারা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে৷ তাদের মালিকেরাও নীল-সবুজ রংয়ের প্লাস্টিক জড়িয়ে তাদের পাশেই দাঁড়িয়ে৷ কেউ কিছু বলছে না৷ সকলেই অপেক্ষায়৷ কখন শেষ হবে? কখন ফের গন্তব্যে রওনা দেব? উত্তরের অপেক্ষায়..
আরও পড়ুন- হিমাচল প্রবেশে বাধ্যতামূলক আরটি-পিসিআর নেগেটিভ রিপোর্ট
বরফ পড়তে শুরু করার আধা ঘণ্টার মধ্যেই ছবি বদল৷ পথের গা ঘেঁষে দাঁড়িয়ে লাহোল-স্পিতি উপত্যকার ধূসর, খয়াটে পাহাড় সাদা হতে শুরু করে। অজগর সাপের মতো আঁকাবাঁকা পথের গায়ে পাহাড়ি ঝোরা৷ সঙ্গে ধুপধাপ শিলাবৃষ্টি৷ চোখ ঘোরালেই মনে হবে, সাদা পাহাড়ের শরীর ফুঁড়ে হঠাৎই বেরিয়ে আসতে চাইছে ধূসর, খয়াটে অংশ৷
আরও পড়ুন-প্রবল বন্যায় হিমাচলে মৃত ১৪, মেঘভাঙা বৃষ্টিতে তছনছ অমরনাথ
সিমলার লাহোল স্পিতি জেলায় অবস্থিত কুনজুম পাস। সমুদ্রতল থেকে ১৪ হাজার ৯৩১ কিলোমিটার উচ্চতায় অবস্থিত। পর্যটকদের একটি স্পট । মানালি থেকে ১২২ কিলোমিটার এবং কাজা ৭৮ কিলোমিটার রাস্তা। পর্যটকদের দেখার জন্য রয়েছে চন্দ্রতাল লেক ও মুন লেক। সর্বোপরি লাহোল স্পিতি ভ্যালি।