কংগ্রেস নেতা কীর্তি আজাদ যোগ দিতে পারেন তৃণমূলে। সূত্র মারফৎ জানা গেছে, আজ মঙ্গলবার তৃণমূলে যোগ দিতে পারেন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ।
তিনি এর আগে দু’বার বিজেপি থেকে সাংসদ নির্বাচিত হন। কিন্তু অরুণ জেটলির বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনার জন্য ২০১৫ সালে কীর্তি আজাদকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেন তিনি। ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি।