নয়াদিল্লি: কর্নাটকে (Karnataka) যৌন হেনস্তার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার ছেলে জেডিএস বিধায়ক এইচডি রেভান্নাকে হেফাজতে নিল পুলিশ। বিশেষ তদন্তকারী দল হেফাজতে নিয়েছে। এক মহিলার অপহরণের অভিযোগের তদন্ত করছে ওই টিম। অশ্লীল ভিডিও মামলায় এইচডি রেভান্নার ছেলে প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগেও তদন্ত করছে।
যে মহিলার ছেলে এইচডি রেভান্না এবং তাঁর সহযোগী সতীশের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে কর্ণাটক পুলিশ তাঁকে খুঁজে পেয়েছে। তিনি বিশেষ তদন্ত দলের সঙ্গে কথা বলবেন। বিধায়কের ছেলে প্রজ্বল রেভান্না যৌন নিপীড়নের মামলায় অভিযুক্ত।
মহিলা প্রায় পাঁচ বছর ধরে রেভান্নাদের বাড়িতে কাজ করেছিলেন। তিন বছর আগে চাকরি ছেড়ে দেন। ২৯ এপ্রিল থেকে ওই মহিলা নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: ঝড় আসছে ৫০-৬০ কিমি বেগে, সঙ্গে বৃষ্টি!
অন্তর্বর্তী সুরক্ষার জন্য এইচডি রেভান্নার অনুরোধ স্থানীয় আদালত প্রত্যাখ্যান করে। কর্নাটকের বিশেষ তদন্তকারী দল বিধায়কের ছেলের বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলাগুলি দেখছে। কর্নাটকের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের একদিন পর ২৭ এপ্রিল প্রজ্বল রেভান্না বিদেশে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। তাঁর আইনজীবী তাঁকে সিটের সামনে হাজির হওয়ার জন্য সাত দিনের সময় চেয়েছিলেন।
কর্নাটক সরকার আজ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কে প্রজ্বল রেভান্নাকে একাধিক মহিলাকে ধর্ষণ এবং ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেইল করার অভিযোগে অন্যান্য দেশের সাহায্য চাইতে বলেছে। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি।
আরও খবর দেখুন