ওয়েব ডেস্ক : ভরা জনসভায় এক পুলিশকর্তাকে চড় মারার চেষ্টা করেছিলেন কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। সেই ঘটনায় চরম অপমানিত হয়েছিলেন ওই পুলিশ কর্তা। এর পর স্বেচ্ছাবসরের(VRS) কথা জানিয়েছিলেন তিনি। তবে তা প্রত্যাহার করে নিলেন বেলগাভির অতিরিক্ত পুলিশ সুপার এনভি বরমানি (ASP Barmani)। তিনি জনিয়েছেন, এই বিষয় নিয়ে নিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলেছেন। তার পরেই কাজে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
গত এপ্রিল মাসে বেলগাভীতে কংগ্রেসের (Congress) একটি জনসভায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) সঙ্গে বরমানির বাদানুবাদের একটি ভিডিও সামনে এসেছিল। যা নিয়ে হয়েছিল বিতর্কের সূত্রপাত। জানা গিয়েছিল, সভা চলাকালীন কিছু মহিলা বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর তাতেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এসপি কে? কী করছ?”। ভিডিওতে দেখা গিয়েছিল, মুখ্যমন্ত্রী পুলিশ সুপার এনভি বরমানিকে মঞ্চে ডাকেন, এর পর বিরক্তভাবে তার দিকে হাত তোলেন। যদিও সেই হাত নামিয়ে নিয়েছিলেন তিনি।
আরও খবর : ভয়ঙ্কর কাণ্ড, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে গেল মহিলার
কিন্তু, তাঁর প্রতি মুখ্যমন্ত্রীর ব্যবহারে অপমানিত হয়েছিলেন ওই পুলিশ সুপার। এর পরে একটি চিঠিতে বরমানি লিখেছিলেন, “একজন দায়িত্ববান অফিসার হিসেবে জনসমক্ষে অপমানিত হয়ে আত্মসম্মানে আঘাত পেয়েছি। আমার কোনও ভুল ছিল না। এই অবস্থায় কাজ চালিয়ে যাওয়া অসম্ভব, তাই স্বেচ্ছাবসর ছাড়া উপায় নেই।” জনসমক্ষে এমন অপমান মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছিলেন তিনি।
তবে সূত্রের খবর, ঘটনার পর ওই পুলিশ কর্তার সঙ্গে কথা বলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া(Siddaramaiah) ও স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। তার পরেই বরমানি জানান, “আমি একটি শৃঙ্খলাবদ্ধ বিভাগে আছি। তাই ঘটনার বিশদে না গিয়ে বলি, আমি আমার অনুভূতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্য কর্মকর্তারাও আমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। আমি এখনও কর্মরত রয়েছি।”
দেখুন অন্য খবর :