জয়পুর: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কিছুটা কমেছে। তবে, উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। ডেল্টা এবং ডেল্টা প্লাসের ছাড়াও হদিশ মিলেছে নতুন ভ্যারিয়েন্ট কাপ্পার। এই ভ্যারিয়েন্ট আক্রান্ত হয়েছেন রাজস্থানের ১১ জন রোগী।এর মধ্যে আলেয়ার ৪ জন, জয়পুরের ৪ জন, বারমেরের ২ জন, ভিলওয়াড়াতে ১ জন।
রাজস্থানের স্বাস্থ্য মন্ত্রী ডক্টর রঘু শর্মা জানিয়েছেন, ‘এই নতুন ভ্যারিয়েন্টে রাজ্যে মোট ১১ জন আক্রান্ত হয়েছেন। এই ভ্যারিয়েন্টের কারণে উদ্বিগ্ন সরকার। তবে, ডেল্টা এবং ডেল্টা প্লাসের থেকে বেশ খানিকটা কম বিপজ্জনক করোনার এই নতুন স্ট্রেন। যদিও কম বিপদজনক হলেও নতুন ভাইরাস সবসময়েই আতঙ্কের।’
যদিও কাপ্পা নতুন কোনও স্ট্রেন নয়। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের যে সময় হদিশ পায়া যায়, সেই সময়ই কাপ্পার সন্ধান পাওয়া যায়। তবে, এই ভ্যারিয়েন্ট তুলনায় কম ভয়ানক। ফলে কাপ্পা সম্পর্কিত বিশেষ তথ্য পাওয়া যায়নি।তবে, কাপ্পা ভ্যারিয়েন্টে আলাদা করে কোনও উপসর্গ দেখা যায়নি। করোনার বাকি ভ্যারিয়েন্টের মত জ্বর, দুর্বলতা, স্বাদ চলে যাওয়া, কাশি এই স্ট্রেনের প্রাথমিক উপসর্গ। তবে, এই ভাইরাস আটকাতে ফাইজার-বায়োএনটেক এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যকর বলে জানা গিয়েছে জুন মাসের একটি গবেষণায়।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজস্থানে মাত্র ২৮ জন নতুন করে সংক্রমিত হয়েছে। মোট ৭৬ জন করোনা থেকে সেরে উঠেছেন। এই মুহূর্তে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৬১৩।