ওয়েব ডেস্ক: কন্নড় ভাষা (Kannad Language) সংক্রান্ত মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কে (Controversy) এবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান (Kamal Hasan)। তাঁর দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি আরও জানান, যেহেতু তিনি গভীর ভালোবাসা থেকেই এই কথা বলেছেন, তাই এর জন্য তিনি ক্ষমা চাইবেন না। কিন্তু ঠিক কোন কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা কমল হাসান? সেটা এবার জেনে নেওয়া যাক।
এই বিতর্কের সূত্রপাত অভিনেতা কমল হাসানের এক বক্তব্য থেকে। গত শনিবার এক ছবির প্রচারে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, কন্নড় ভাষার উৎপত্তি হয়েছে তামিল ভাষা থেকে। বর্ষীয়ান অভিনেতার এই মন্তব্যকে ঘিরে কর্নাটকে (Karnataka) ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। কন্নড়পন্থী একাধিক সংগঠন এবং সাংস্কৃতিক মহল অভিনেতা হাসানের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। অনেকেই তাঁর সরাসরি ক্ষমা চাওয়ার দাবিও তোলে।
আরও পড়ুন: দেশে বেহাল শিল্প? এপ্রিলে শিল্পোৎপাদন বৃদ্ধির হার তলানিতে
কর্ণাটকের বিরোধী দলনেতা আর অশোক কড়া ভাষায় বলেন, “কমল একজন মানসিক রোগী। সরকারকে অনুরোধ করব কর্নাটকে তাঁর সব ছবি বয়কট করা হোক। না হলে তিনি এমনই আচরণ করতে থাকবেন।” কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন, “কন্নড় ভাষার একটি সুপ্রাচীন ইতিহাস রয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে কমল হাসান সেটা জানেন না।”
দিন দিন এই বিতর্ক বাড়তে থাকলে বিষয়টি নিয়ে মুখ খোলেন অভিনেতা কমল হাসান। তিনি সাফ জানিয়ে দেন, “আমি মনে করি রাজনীতিবিদরা ভাষা সংক্রান্ত বিষয়ে কথা বলার যোগ্য নন, আমিও সেই তালিকায় পড়ি। আমার বক্তব্যের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি যা বলেছি, তা গভীর ভালোবাসা থেকে। তাই আমি ক্ষমা চাইতে প্রস্তুত নই।”
দেখুন আরও খবর: