ওয়েব ডেস্ক: শীর্ষ আদালতের প্রধান বিচারপতির হিসেবে শপথ নিলেন বিচারপতি ভূষণ রামাকৃষ্ণা গাভাই (Justice Bhushan Ramkrishna Gavai)। তিনি ভারতের ৫২ তম প্রধান বিচারপতি। চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত এই আসনে থাকবেন তিনি। এরপর তাঁর অবসরগ্রহণ (Justice Bhushan Ramkrishna Gavai Sworn In As New Chief Justice Of India )।
মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসাবে কার্যকালের মেয়াদ শেষ হয়েছে বিচারপতি সঞ্জীব খান্নার। মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা বিচারপতি গবই বম্বে হাই কোর্টে বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন ২০০৩ সালে। দীর্ঘ ১৫ বছর সেখানে কাজ করেছেন। তার পর ২০১৯ সালের ২৪ মে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। শীর্ষ আদালতে আসার প্রায় ৬ বছর পরে প্রধান বিচারপতির আসনে বসতে চলেছেন তিনি।