কলকাতা: অ-কাশ্মীরি কোন ব্যক্তিকে বিয়ে করলে অভিবাসী কাশ্মীরি পন্ডিত মহিলাদের (Kashmiri Pandit Woman ) কাশ্মীরি পরিচয় হারিয়ে যায় না। এক মামলার শুনানিতে এমন রায় দিল জম্মু ও কাশ্মীর হাইকোর্টের (Jammu and Kashmir and Ladakh High Court)। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইবুনাল ২ কাশ্মীরি পন্ডিত মহিলাকে বিপর্যয় মোকাবিলা দফতরের ত্রাণ, পুনর্বাসন ও পুনর্গঠন বিভাগে চাকরি দেওয়ার নির্দেশ দেয়। সেই মামলার শুনানিতে হাইকোর্ট রায় দিয়েছে যে একজন কাশ্মীরি পন্ডিত মহিলা একজন অ-অভিবাসীকে বিয়ে করলে তার “অভিবাসী মর্যাদা” হারাবেন না। সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থার আধিপত্যের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। ২ কাশ্মীরি পন্ডিত মহিলার নিয়োগের বিরুদ্ধে রাজ্য সরকারের মামলায় মন্তব্য বিচারপতি অতুল শ্রীধরন ও বিচারপতি মহঃ ইউসুফ ওয়ানির।
আরও পড়ুন: বারাণসীর ক্যান্টনমেন্ট স্টেশনে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০টি বাইক
উল্লেখ্য জঙ্গি তাণ্ডবের পরিপ্রেক্ষিতে ১৯৯০ সাল পরবর্তী সময়ে কাশ্মীর উপত্যকা ছেড়ে যান বেশ কয়েক লক্ষ পণ্ডিত পরিবার। ২০০৯ সালে অভিবাসী পরিবারদের জন্য বিশেষ চাকরির ঘোষণা করে রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য কোনও অন্যায় না করা সত্ত্বেও ওই মহিলাদের কাশ্মীর উপত্যকায় নিজেদের ঠিকানা ছেড়ে যেতে হয়েছিল। এই কাজ প্রকৃতি বিরুদ্ধ। কিন্তু সেই কারণে তাঁদের কাশ্মীরি পরিচয় বাতিল হতে পারে না। আবার কাশ্মীরি পরিচয় ধরে রাখা এবং ওই চাকরি পাওয়ার জন্য তাঁরা অবিবাহিত থাকবেন, এটাও বাস্তবসম্মত নয়। এই মহিলাদের বাধ্যতামূলকভাবে কোন কাশ্মীরিকেই বিয়ে করতে হবে-এমন যুক্তি সম্পূর্ণ বৈষম্যমূলক এবং স্বাভাবিক সুবিচারের পরিপন্থী। এটা আরও অযৌক্তিক এই কারণে যে, অভিবাসী পুরুষদের ক্ষেত্রে এই অভিযোগ আনা হচ্ছে না। তাঁরা অকাশ্মীরিকে বিয়ে করা সত্ত্বেও। অভিমত আদালতের।
অন্য খবর দেখুন
The post অকাশ্মীরিকে বিয়ে করলে অভিবাসী মহিলাদের কাশ্মীরি পরিচয় হারাবে না, রায় আদালতের first appeared on KolkataTV.
The post অকাশ্মীরিকে বিয়ে করলে অভিবাসী মহিলাদের কাশ্মীরি পরিচয় হারাবে না, রায় আদালতের appeared first on KolkataTV.