ওয়েবডেস্ক: জাপান (Japan) মুম্বাই (Mumbai)-আহমেদাবাদ (Ahmedabad) বুলেট ট্রেন (bullet train) প্রকল্পের জন্য পরীক্ষামূলক ও পরিদর্শন যানবাহন হিসেবে ভারতকে (India) বিনামূল্যে উচ্চ-গতির ট্রেন সরবরাহ করার পরিকল্পনা করছে, যার নির্মাণ প্রক্রিয়া চলছে। এটি ভারতের প্রথম উচ্চ-গতির রেল প্রকল্পের মধ্যে একটি।
শিনকানসেন (Shinkansen)। সেমি বুলেট ট্রেনের পর, এবার বুলেট ট্রেনের অপেক্ষায় গোটা ভারতবাসী। ২০২৭ সালে এই স্বপ্ন পূরণ হতে পারে, অর্থাৎ ভারতে ট্র্যাকে ছুটবে এই ট্রেন।
সম্প্রতি জাপান এক ঘোষণার মাধ্যমে জানিয়েছে, ভারতকে E5 ও E3 সিরিজের ‘শিনকানসেন’ ট্রেন উপহার হিসেবে দেওয়া হবে। বুলেট টেন চালানোর জন্য মুম্বই-আহমেদাবাদ রেল করিডর তৈরির প্রক্রিয়া চলছে। ২০২৬-এর শুরুর দিকেই ভারতে এসে পৌঁছে যাবে এই ট্রেন।
আরও পড়ুন: শেয়ার বাজারে বড় উত্থান, সেনসেক্স বেড়েছে প্রায় ১২০০ পয়েন্ট
‘শিনকানসেন’ মডেলের আধুনিকতর ট্রেন হল E10 সিরিজের। সেটি ২০৩০-এ চালু হওয়ার কথা। তবে সেই ট্রেন প্রস্তুত করার ক্ষেত্রে E5 ও E3 সিরিজের ট্রেন দুটি খুবই গুরুত্বপূর্ণ। ২০২৭-এ আংশিকভাবে চালু হতে পারে এই লাইন। ইস্ট জাপান রেলওয়ের তৈরি E5 সিরিজের ট্রেনও যথেষ্ট আধুনিক ও উন্নতমানের। এই ট্রেনের গতি হতে পারে, সর্বোচ্চ ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ভারতের প্রথম বুলেট ট্রেন প্রজেক্টের জন্য এই ট্রেনকেই বেছে নেওয়া হয়েছে। তবে E10 সিরিজের ট্রেনের গতি আরও বেশি। এটি Alfa-X নামেও পরিচিত হবে। বুলেট ট্রেন আসলে, ভারতে রেলওয়ে ইতিহাসে একটি মাইলফল ছোঁবে।
দেখুন অন্য খবর-