শ্রীনগর: একটি পৃথক রেল বিভাগ পেতে চলেছে জম্মু-কাশ্মীর (Jammu-Kasmir) বৃহস্পতিবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Union Minister Jitendra Singh) । মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই এই প্রস্তাব গ্রহণ করেছে রেল মন্ত্রক।
এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে জম্মু-কাশ্মীরের রেলের সমস্ত অগ্রগতির দিকে খেয়াল রেখেছেন। মোদি জম্মুতে রেলওয়ে সুবিধা এবং রেলওয়ে প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে আগ্রহী, যা শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন হতে চলেছে যখন কাশ্মীর উপত্যকায়।
আরও পড়ুন:দিল্লি দূষণে ফিরে এল করোনাকাল! আগামীকাল থেকে প্রাথমিকে শুরু অনলাইন ক্লাস
প্রথমবারের মতো জম্মু-কাশ্মীর সমস্ত দেশের সঙ্গে যুক্ত হতে চলেছে। এটি উপত্যকার জন্য একটি দারুণ সুখবর। জম্মুতে ডিভিশন হেডকোয়ার্টার, জম্মু চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধিদলের সভাপতি অরুণ গুপ্তার নেতৃত্বে, জম্মুতে রেলওয়ে ডিভিশনের সদর দফতর স্থাপনের প্রস্তাব নিয়ে আমার সঙ্গে দেখা করেছিলেন। বিষয়টি আমি নিজে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানিয়েছিলাম, আর খুশির খবর যে, রেল মন্ত্রক প্রস্তাব গ্রহণ করেছে।
মন্ত্রীর কাছে তাঁর চিঠিতে প্রতিনিধি দলটি বলেছে যে জম্মুকে পূর্ণাঙ্গ বিভাগীয় মর্যাদা দেওয়া কেবল ট্রেন চলাচলকে প্রবাহিত করবে না, বাড়বে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ।
দেখুন অন্য খবর:
The post পৃথক রেল বিভাগ পাবে জম্মু-কাশ্মীর, প্রস্তাব গ্রহণ মন্ত্রকের first appeared on KolkataTV.
The post পৃথক রেল বিভাগ পাবে জম্মু-কাশ্মীর, প্রস্তাব গ্রহণ মন্ত্রকের appeared first on KolkataTV.