লখনউ: চলতি সপ্তাহের মধ্যেই ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। সেই সঙ্গে ভারতের মাটিতে বসবাসকারী সকল মুসলিম এবং খ্রিষ্টানদের নাগরিকত্ব বাতিল করতে হবে। অন্যথা হলে ‘জল সমাধি’ নেওয়ার হুমকি দিলেন দাপুটে সন্ন্যাসী জগদগুরু পরমহংস আচার্য্য মহারাজ।
চলতি সপ্তাহের মঙ্গলবার তিনি অযোধ্যায় সফর করেছিলেন। রাম মন্দির নির্মাণের কাজ খতিয়ে দেখার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরমহংস আচার্য্য মহারাজ। সেখানেই তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি যে আগামী অক্তোবর মাসের দুই তারিখের মধ্যে ভারতকে যেন হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। অন্যথা হলে আমি সরযু নদীতে জল সমাধি নেব।”
সংবাদ সংস্থা এএনআই এই খবর প্রকাশ করেছে। এখানেই শেষ হয়ে যায়নি হিন্দুত্বের লক্ষ্যে ওই সন্ন্যাসীর দাবি। তিনি আরও বলেছেন, “কেন্দ্রের উচিত ভারতের মাটিতে বসবাস করা সকল মুসলিম এবং খ্রিষ্টানদের নাগরিকত্ব বাতিল করে দেওয়া।” এই সব কাজের জন্যেই গান্ধি জয়ন্তীর দিন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। চলতি সপ্তাহের অন্তিম দিনে জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন।
ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি নতুন নয়। বিভিন্ন সময়ে এই দাবি উঠেছে। উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে থাকা সাধুদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের মুখেও তা শোনা গিয়েছে। তেমনই একজন হলেন এই পরমহংস আচার্য্য মহারাজ। যিনি এর আগে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে অনশন শুরু করেছিলেন। ১৫ দিন অনশনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আশ্বাসের পরে নিজের অনশন ভাঙেন পরমহংস আচার্য্য মহারাজ।