কলকাতা টিভি ওয়েব ডেস্ক : দোকানের বিলে লেখা ইসলামই একমাত্র সমাধানের পথ। যে বিল সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের চোখে পড়া মাত্রই মুহূর্তে ভাইরাল হয়েছে। এমনকী এই বিল ভাইরালের পর অভিযোগ ওঠে, দোকানের বিলে ইসলাম ধর্মের প্রচার করছেন দোকানদার।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুরে। ওই দোকানের বিলে দোকানের কোনও নাম নেই। দোকানের নামের জায়গায় দেওয়া রয়েছে একটি মোবাইল নম্বর। দেখা যাচ্ছে, ৪৭৫০ টাকার একটি বিল কাটা হয়েছে। বিলের মধ্যে মোট দামের পরে একদম শেষে লেখা রয়েছে ইসলাম ধর্মের ওই বার্তা। লেখা রয়েছে, ‘ইসলামই একমাত্র সমাধান’। বিলটি ১৮ অক্টোবরের
এই গোটা বিষয়ে কানপুরের প্রাক্তন কমিশনার এবং আইএএস অফিসার ইফতেখারউদ্দিনের উপর ধর্মান্তরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কানপুর পুলিশ।
আরও পড়ুন – টিকাকরণে ‘ঐতিহাসিক’ ১০০ কোটির মাইলফলক পেরনোর মুখে ভারত
Dawah through business. This from a shop in Kanpur pic.twitter.com/k4EyjdCRGs
— Swati Goel Sharma (@swati_gs) October 20, 2021
ওই দোকানের বিলে থাকা নম্বরে যোগাযোগ করা যায়নি। জানা গিয়েছে, ওই বিলটি মেস্টন রোডের একটি রাবারের দোকানের বিল। যেখানে মূলত গরু, মহিষ এবং ছাগলের চামড়া বিক্রি হয়। ওই বিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই ফোন বন্ধ রেখেছেন দোকানের মালিক।
আরও পড়ুন – ফেরা হল না মন্নতে, মাদক মামলায় ফের জামিন খারিজ আরিয়ানের
ভারতে সব ধর্মকেই সমান শ্রদ্ধা করা হয়। সেখানে কোনও এক বিশেষ ধর্ম নিয়ে এই ধরণের ঘটনা দেশের সার্বভৌমত্ব এবং পারস্পরিক সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন নেতিজনেরা।