ওয়েবডেস্ক- নাম পরিবর্তন হচ্ছে পুরনো দিল্লির (Old Delhi) রেলওয়ে স্টেশনের (Railway Station)? কেন্দ্রীয় রেল মন্ত্রককে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Cm Rekha Gupta)। মহারাজা অগ্রসেনের (Maharaja Agrasen) সম্মানে পুরাতন দিল্লি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী তার চিঠিতে মহারাজা অগ্রসেনকে একজন সম্মানিত ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে তাঁর সম্মানে এই নাম পরিবর্তনের প্রস্তাব এনেছেন। মহারাজা অগ্রসেন সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা এবং সম্প্রদায়ের কল্যাণের পক্ষে ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Railway Minister Ashwini Vaishnav) লেখা তার চিঠিতে রেখা গুপ্তা তাঁর এই এই প্রস্তাবকে একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রতি “যথাযথ শ্রদ্ধাঞ্জলি” বলে অভিহিত করেছেন।
মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে দিল্লিতে, যেখানে তার অনুসারীরা এবং বংশধররা শহরের সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রী কথায়, স্টেশনটির নামকরণ কেবল মহারাজা অগ্রসেনের ঐতিহ্যকেই সম্মান করবে না বরং অগণিত দিল্লিবাসীর অনুভূতিকেও প্রকৃত সম্মান দেবে।
প্রসঙ্গত, পুরাতন দিল্লি রেলওয়ে স্টেশন, যা দিল্লি জংশন নামেও পরিচিত। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কলকাতা (বর্তমানে কলকাতা) থেকে একটি ব্রড-গেজ ট্রেন পরিষেবা দিয়ে কার্যক্রম শুরু করে। আজও, এটি দেশের অন্যতম ব্যস্ততম এবং ঐতিহাসিক রেলওয়ে কেন্দ্র, যা প্রতিদিন হাজার হাজার যাত্রীকে পরিষেবা দিয়ে চলেছে। মুখ্যমন্ত্রীর রেখা গুপ্তের এই উদ্যোগ বিজেপির বর্ষীয়ান নেতাদের সমর্থন কুড়িয়েছে, তবে রেল মন্ত্রকের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, প্রস্তাবটি আলোচনার জন্য আলোচনার আহ্বান করা হতে পারে।
কে এই অগ্রসেন-
অগ্রসেন একজন রাজা। তিনি মহারাজ অগ্রসেন নামে পরিচিত ছিলেন। হরিয়ানার হিসার জেলার অগ্রোহা শহরের রাজা ছিলেন। তিনি শ্রী রামচন্দ্রের বড় ছেলে কুশের বংশধর। তাঁকে উত্তর ভারতে ব্যবসায়ীদের একটি রাজ্যে অগ্রোহা প্রতিষ্ঠার কৃতিত্ব দেওয়া হয়। প্রাণীদের বলিদান প্রথার বিরোধী ছিলেন। অগ্রসেন একজন দয়ালু রাজা হিসেবে জনপ্রিয় ছিলেন। অগ্রওয়ালরা উত্তর ভারতে ঐতিহ্যবাহী ব্যবসায়ী সম্প্রদায়, যাঁরা এই মহারাজাকে তাদের পূর্বপুরুষ বলে শ্রদ্ধা করেন। অগ্রোহা শহর অগ্রসেনের আমলে একটি শক্তিশালী বাণিজ্য নগরী হিসেবে প্রতিষ্ঠা পায়।
দেখুন আরও খবর-