মাদককাণ্ডে পলাতক দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে গ্রেফতার করল এনসিবি। বুধবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জানায়, তারা মাদক মামলায় ইকবাল কাসকরকে নিজেদের হেফাজতে নিয়েছে। ২৫ কেজি চরস সহ গ্রেফতার করা হয় তাকে। জানা গেছে জম্মু-কাশ্মীর থেকে এই চরস পঞ্জাবে নিয়ে এসেছিল ইকবাল। এরপর মুম্বইয়ের বিভিন্ন জায়গায় সেই চরস চালান করা হয়। পলাতক দাউদের ভাই ইকবালের নামে বেশ কয়েকটি মামলা ঝুলছে। আগে বহু মামলাতেই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, দাউদের ভাই মুম্বইয়ের কুখ্যাত ডন ইকবালকে। এবছরের ফেব্রুয়ারিতেই মুম্বইয়ের থানের এক আদালত তোলাবাজি মামলায় ইকবালকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।