ত্রিপুরা : ত্রিপুরায় জেরা শুরু কুণাল ঘোষকে। একসঙ্গে জেরা করছে চার থানার পুলিশ। আগরতলা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উদয়পুরের কাছে বাগমা ফাঁড়িতে চলছে জেরা। জেরায় রয়েছেন ওম্পি, বীরনগর, আরকেপুর ও কাঁকড়াবন থানার তদন্তকারী অফিসাররা। ফাঁড়ি ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
জেরায় পুলিশের বক্তব্য, কুণাল ঘোষ কেন ভাষণে সীতার পাতালপ্রবেশের প্রসঙ্গ টেনে এনেছেন, যেখানে এটা একটা ধর্মের বিষয়। পাল্টা কুণাল ঘোষের বক্তব্য, বিজেপি কেন তাহলে জয় শ্রী রাম বলে তৃমমূলের উপর হামলা করছে। কেনই বা রামরাজ্য বলছেন। ‘ওঁরা রাম বললে, আমি কেন মা সীতার অপমান ও পাতালপ্রবেশ বলতে পারব না’?
কুণাল ঘোষ আরও বলেন, ‘হয় রাজনীতিতে ধর্ম ব্যবহার বন্ধ হোক অথবা পুলিশ বলে দিক রামায়ণের কোন কোন অংশ ব্যবহার করা যাবে আর কোন অংশ যাবে না’।
জেরায় ডাকার সময় কুণাল রামায়ণ সহ রামায়ণ গবেষণার ছ’টি বই এবং আন্তর্জাতিক গবেষণার নথি নিয়ে যান। তিনি বলেন, বিশেষজ্ঞদের লেখার বাইরে একটা কথাও তিনি বলেলনি। তাই মহাকাব্যের উপর ভিত্তি করে কোনও অভিযোগ হতে পারে না। এটা কেবলমাত্র বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই নয়। পাশাপাশি কুণাল ঘোষ পুলিশ অফিসারদের রামায়ণের সংশ্লিষ্ট অংশ নিয়ে একটি নোটও দেন।
আরও পড়ুন : কুণালের নামে ত্রিপুরায় ৩ মামলা, ভয় পেয়েছে বিজেপি, বললেন প্রাক্তন সাংসদ
প্রসঙ্গত, কুণাল ঘোষের বিরুদ্ধে আরও তিনটি মামলা রুজু হয়েছে ত্রিপুরায়। অমরপুর, ওম্পি থানা নোটিস দিয়েছিল কুণাল ঘোষকে। মামলার তদন্তে কুণাল ঘোষকে তলব করেছিল ত্রিপুরা পুলিশ।
রাম রাজ্যে কেন সীতার পাতালপ্রবেশ? প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। এর সঙ্গে রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরোধিতা করেছিলেন কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে মূলত এই দুটি অভিযোগ রয়েছে।