ওয়েবডেস্ক- ভারত বিরোধী কার্যকলাপ, জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) ডোডা (Doda) জেলায় সাময়িকভাবে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা (Internet Service) । আগামী ২৭ মে পর্যন্ত এই নির্দেশিকা লাগু থাকবে। স্থানীয় স্বরাষ্ট্রসচিব চন্দ্রকার ভারতী জানিয়েছেন, ২২ মে রাত ৮ থেকে ২৭ মে রাত ৮ পর্যন্ত এই বিজ্ঞপ্তি জারি থাকবে।
হঠাৎ কেন বন্ধ হল ইন্টারনেট পরিষেবা
প্রশাসনের আশঙ্কা ডোডা জেলার ভান্দেরওয়ারে বেশ কিছু এলাকায় মোবাইলের মাধ্যমে দেশ বিরোধী কার্যকলাপ চালানো হতে পারে। সেই কারণে আগে ভাগেই সতর্ক প্রশাসন। দুদিন আগেই প্রশাসনের তরফে এই নির্দেশিকা জারি করা হলেও শনিবার তা প্রকাশ্যে আসে।
এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দফতর ওই অঞ্চলের ৩৭ টি টাওয়ারের মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৯টি ‘রিলায়েন্স জিও’র টাওয়ার এবং ১৮টি রয়েছে ‘এয়ারটেল’-এর। জম্মু পুলিশের আইজি ভীমসেন তুতির প্রস্তাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের কথায় গোপন সূত্রে তাদের কাছে খবর আছে, ডোডায় মোবাইল ডেটা ব্যবহার করে দুষ্কৃতীরা দেশ বিরোধী কার্যকলাপ চালাতে পারে। সেইজন্য এই সিদ্ধান্ত।
আরও পড়ুন-টিম ইন্ডিয়ার মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, বার্তা মোদির
প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িক ভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
পহেলগামের ঘটনার পর থেকেই সন্ত্রাসবাদ দমনে জোরকদমে অভিযান চালাচ্ছে জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী।
দেখুন আরও খবর-