ওয়েবডেস্ক- বিধানসভা ভোটকে (Assemble Vote) পাখির চোখ করে আজ বাংলার আলিপুরদুয়ার (Alipurduar) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi)। এর পর দুদিনের সফরে বৃহস্পতিবার বিহার যাবেন তিনি। কিন্তু তার আগেই বিহারে (Bihar) আকাশের ড্রোনের (Drone) আগাগোনা। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা। সোমবার রাতে বিহারে পুর্নিয়া ও মধুবনি জেলায় রাতের আকাশে একসঙ্গে ১৫ থেকে ২০ টি ড্রোন উড়তে দেখা যায়। প্রধানমন্ত্রীর সফরের আগেই ড্রোনের আনাগোনাকে ঘিরে উদ্বিগ্ন নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগ।
পহেলগাম হামলা ঘটনার পর থেকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পাকিস্তানের প্রতিহিংসার জবাবে ভারত অপারেশন সিঁন্দুর অভিযানে প্রত্যাঘাত আনে।
আরও পড়ুন- প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে ইতিহাস লিখবেন শুভাংশু শুক্লা
কিন্তু তার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে রাতের আকাশে ড্রোনের দেখা মিলছে। এই ড্রোনগুলি কে, কারা বা কোথা থেকে আসছে তার কোনও হদিশ নেই। ভারত ও নেপাল সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে সশস্ত্র সীমা বল (এসএসবি) (SSB) ৷ পহেলগাম হামলার পর থেকে এসএসবি নজরদারি বাড়িয়েছে। এরই মধ্যে সোমবার রাতে নেপালের দিক থেকে ভারতের আকাশসীমায় একাধিক ড্রোন দেখতে পাওয়া যায়। এই ড্রোনগুলি পুর্নিয়া ও মধুবনি জেলার আকাশে উড়তে দেখা যায়। ড্রোনগুলি কিছুক্ষণ ঘোরাঘুরির পর ফের চলে যায়। মধুবনি জেলার কমলা বর্ডার আউটপোস্টের কাছেও বেশ কয়েকটি ড্রোনকে দেখা গেছে।
এসএসবি পুর্নিয়া ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) রাজেশ কুমার টিক্কো জানিয়েছেন, সোমবার রাতের আকাশে ড্রোন বা ড্রোনের মতো সন্দেহজনক কিছু বস্তুতে ভারতের আকাশসীমায় দেখা যায়। বিষয়টি জওয়ানদের নজরে আসে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সংস্থাকে ঘটনাটি জানানো হয়েছে। মধুবনি জেলায় মোতায়েন এসএসবি ৪৮ তম ব্যাটেলিয়ানের ডেপুটি কমান্ডান্ট বিবেক ওঝার নজরেও এসেছে ড্রোন ৷ তিনি জানিয়েছেন, জনকি নগর বর্ডার আউটপোস্টের কাছ থেকে ড্রোনগুলি ফের নেপাল সীমান্তে ফিরে যায় ৷
উল্লেখ্য, পাটনায় রোড শো করবেন তিনি। রোহতাসের বিক্রমগঞ্জেও জনসভা করবেন প্রধানমন্ত্রী। পূর্ব ভারতের অন্য়তম বৃহৎ বায়ুসেনা ঘাঁটি রয়েছে পুর্নিয়ায় ৷ কিন্তু এই ড্রোনের আনাগোনা চিন্তা বাড়িয়েছে গোয়েন্দাদের। ইতিমধ্যেই ড্রোন খবর জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। বায়ুসেনাকে জানানো হয়েছে।
দেখুন আরও খবর-