ওয়েবডেস্ক- পহেলগাম কাণ্ডের (Pahalgam) পরেই তাঁর গগনভেদী হুঙ্কার শুনেছিল গোটা বিশ্ব। প্রধানমন্ত্রীর মোদির (Pm Narendra Modi) হুঙ্কারে একদিকে যেমন আশ্বস্ত হয়েছিল ভারত অপরদিকে কেঁপে উঠেছিল ইসালামাবাদ। তার পরেই ভারত সরকারে সেই রক্তচক্ষু আছড়ে পড়ে ‘অপারেশন সিঁন্দুর’ অভিযানে (Operation Sindur) । সন্ত্রাসবাদ দমনে ভারতে কঠোর দৃষ্টিভঙ্গি থেকে ভারতের শক্তি দেখে নিয়েছে গোটা দুনিয়া। আজ ফের পাকিস্তানের দিকে আঙুল তুলে প্রধানমন্ত্রীর হুঙ্কার, ভারতের জল পাবে না পাকিস্তান। ভারতের রক্ত নিয়ে খেলার মূল্য চোকাতে তাদের। স্থগিত থাকবে সিন্ধু চুক্তি (Indus Water Treaty)
আজ রাজস্থানের (Rajasthan) বিকানের (Bikaner) ‘অমৃত ভারত স্টেশন’ (Amrit Bharat Station) এর উদ্বোধনী কর্মসূচি থেকে পাকিস্তানের বিরুদ্ধে এইভাবেই সিংহের গর্জন মোদির।
আরও পড়ুন- সিঁদুর বারুদে পরিণত হলে কী হয়, গোটা বিশ্ব দেখেছে: নরেন্দ্র মোদি
এদিন প্রধানমন্ত্রী বলেন, দশকের পর দশক ধরে এই খেলা চালাচ্ছে পাকিস্তান। পারমাণবিক বোমার ভয় দেখিয়ে ভারতকে দমানো যাবে না। পাকিস্তানে স্টেট অ্যাক্টর ও নন স্টেট অ্যাক্টর খেলা চলবে না। প্রত্যেক সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানকে মূল্য চোকাতে হবে। রাজস্থানের বিমানবন্দরেও হামলা চালানোর পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু সেই পরিকল্পনা ব্যাহত হয়েছে। পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য হবে না। যারা দেশের রক্ত ঝড়াতে চেয়েছিল তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। প্রতিশোধের খেলা নয়, এটা ভারতের নতুন সরূপ।
আজ অপারেশন সিঁন্দুর সাফল্যের পর রাজস্থান থেকে ১০৩ টি নয়া অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাও পেয়েছে তিনটি স্টেশন। এর মধ্যে হচ্ছে কল্যাণী ঘোষপাড়া, পানাগড় এবং জয়চণ্ডী পাহাড়। ভারত পাকিস্তান থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে প্রধানমন্ত্রীর সফর যুদ্ধ বিরতি চুক্তি পর নতুনভাবে ভারতের কাছে এক অন্য দিক তুলে ধরল।
প্রধানমন্ত্রী এদিনের কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী বলেন, রাজস্থানের বিমানবন্দরেও হামলা চালানোর পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু তা ব্যাহত হয়েছে। যুদ্ধ বিরতির পর আজ সেই রাজস্থানের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর গর্জন রাজনৈতিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ।
দেখুন ভিডিও-