ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space Station) প্রথম ভারতীয় মহাকাশচারী (Indian Astronaut) হিসেবে পাড়ি দিতে চলেছেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। দেশের গর্বের কারণ হতে চলেছেন বায়ুসেনার এই টেস্ট পাইলট। জানা গিয়েছে, আসন্ন অ্যাক্সিওম-৪ (Axiom-4) মহাকাশ অভিযানে তিনি অংশগ্রহণ করতে চলেছেন। এর জন্য আগেভাগে তাঁকে পাঠান হল কোয়ারেন্টাইনে। কিন্তু মহাকাশে যাওয়ার আগে কোয়ারেন্টাইন কেন? চলুন বিষয়টা একটু বিস্তারে জেনে নেওয়া যাক।
আগামী ৮ জুন এই ঐতিহাসিক মিশনের যাত্রা শুরু হতে চলেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা-র (NASA) কেনেডি স্পেস সেন্টার থেকে হবে এই নভোযাত্রার সূচনা। স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলে চড়ে এই মিশনে অংশ নেবেন বিভিন্ন দেশের মহাকাশচারীরা। তাঁদের মধ্যে অন্যতম হলেন ভারতের শুভাংশু। মহাকাশযাত্রার আগে শুরু হয়েছে তাঁদের শেষ পর্বের প্রস্তুতি। তারই অঙ্গ হিসেবে বর্তমানে ‘প্রি-লঞ্চ কোয়ারেন্টাইন’-এ রয়েছেন শুভাংশু।
আরও পড়ুন: যাচ্ছে EOS-09, মহাকাশ থেকে পাকিস্তানে নজর রাখবে ইসরো
কেন এই কোয়ারেন্টাইন? কারণ, মহাকাশে যাত্রার আগে শরীরে কোনও সংক্রমণ ঢুকলে তা মারাত্মক হতে পারে। মহাকাশ স্টেশনের মতো বদ্ধ পরিবেশে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা শুধু নতুন অভিযাত্রীদের নয়, সেখানে ইতিমধ্যে থাকা নভোচারীদের জন্যও বিপজ্জনক হতে পারে। উপরন্তু, মহাকাশে দীর্ঘদিন থাকার ফলে নভোচরদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। তাই এক্ষেত্রে সতর্কতা নেওয়া অত্যন্ত জরুরি।
The #Ax4 crew is on their way to quarantine. Before they go, Axiom Space employees came together to celebrate. Crew Send-off is a tradition that pays tribute to the dedication and tireless efforts of staff prior to the crew embarking on their mission. From #TeamAxiom, Godspeed… pic.twitter.com/rzEsjL8utL
— Axiom Space (@Axiom_Space) May 25, 2025
এই অভিযানে শুভাংশুর সঙ্গে থাকবেন মার্কিন মহাকাশচারী পেগি হুইটসন, যিনি মিশনের কমান্ডার। আরও রয়েছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির দুই মহাকাশচারী — পোল্যান্ডের সাওজ উজনানস্কি-উইসনিয়েস্কি এবং হাঙ্গারির টিবর কাপু। এখন সব কিছু ঠিকঠাক চললে, শুভাংশু শুক্লার হাত ধরে ভারত আরেকবার মহাকাশ অভিযানের নতুন ইতিহাস লিখতে চলেছে।
দেখুন আরও খবর: