ওয়েবডেস্ক: সীমান্ত দিয়ে জোর করে ভারতে ঢোকার চেষ্টা। বিএসএফের গুলিতে মৃত্যু পাকিস্তানির। গুজরাতের বানসকাঁথা জেলায় শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। বিএসএফের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের দিক থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই ব্যক্তি। তাকে সতর্ক করা হলেও সে কর্ণপাত করেনি। ভারত ও পাকিস্তানের যুদ্ধ বিরতির দুসপ্তাহ পরে এই ঘটনা।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে পাকিস্তানের মদতে জঙ্গি হামলা হয়। অপারেশন সিন্দুরের মাধ্যমে কড়া জবাব দেওয়া হয়। গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। পাকিস্তানের পক্ষ থেকে সংঘর্ষ বিরতির প্রস্তাব দেওয়া হয়। এরপর চার দিন তুমুল উত্তেজনা শেষে গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা হয়। যুদ্ধ বিরতির পরে ভারত জানিয়েছিল, ভারতের মাটিতে এরপর কোনও সন্ত্রাস হলে তাকে যুদ্ধ বলে ধরে নেওয়া হবে।
পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গুজরাতেরই এক স্বাস্থ্য কর্মী গ্রেফতার হয়েছে। ভ্লগার জ্যোতি মলহোত্রার মতো আরও অনেকে ধরা পড়ছে। এই নিয়ে ভারত ও পাকিস্তান এই উত্তেজনার প্রেক্ষিতে ১৪ জন পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তিতে ধরা পড়ল।