ওয়েব ডেস্ক: সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি ভারতে। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) নিয়ে নয়াদিল্লির বার্তা পৌঁছে দিতে দেশে দেশে যাচ্ছে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদল। সেই মতো রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল ভারতের প্রতিনিধি দল। মস্কোতে নামার মুখে বিপত্তি। মস্কো বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলা,সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। তখন মাঝ আকাশে ভারতের প্রতিনিধি দল। উড়ানে তখন ডিএমকে নেত্রী কানিমোঝির নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। ফলে অবতরণ করতে পারেনি ভারতীয় প্রতিনিধিদের বিমানটি।
গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ ভারতীয়। ভূস্বর্গ মাটি রক্তে লাল হয়েছিল। এই হামলার দায় শিকার করেছে পাকিস্তান। হামলার বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুর। মাত্র ২২ মিনিটে ভারতীয় সৈন্যরা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গার জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। ১০০-র বেশি জঙ্গি নিকেশের দাবিও করেছে সেনাবাহিনী। জঙ্গিদের মদতদাতা পাকিস্তানের আসল চেহারা বিশ্বের সামনেই তুলে ধরতেই ভারত ৩২ টা দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে। কিন্তু মস্কোয় নামার আগেই বিপাকে পড়তে হল তাঁদের।
আরও পড়ুন: এবার পাকিস্তানের অর্থনীতিতে স্ট্রাইক ভারতের?
রাতে মস্কো বিমানবন্দরেই নামার কথা ছিল কানিমোঝিদের। তার ঠিক আগেই ড্রোন হামলা চালায় ইউক্রেন। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। যার জেরে বাধ্য হয়েই মাঝ আকাশে চক্কর কাটে কেন্দ্রীয় প্রতিনিধিদলের বিমান। কেন্দ্রের প্রতিনিধিদল জানিয়েছে, বৃহস্পতিবার মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছিল। যার জেরে বেশ কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বিমানবন্দর। দেশীয়, আন্তর্জাতিক সমস্ত ধরনের উড়ানেরই ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় এক ঘণ্টা পর বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হয় তাঁদের। কানিমোঝিদের অভ্যর্থনা জানান ভারতীয় দূতাবাসের কর্তারা। বিমানবন্দর থেকে নিরাপদেই হোটেলে পৌঁছেছেন তাঁরা।
All-Party Delegation led by Member of Parliament Ms. Kanimozhi Karunanidhi @KanimozhiDMK arrives in Moscow to convey 🇮🇳’s strong resolve to fight terrorism in all its forms. @PMOIndia @narendramodi @DrSJaishankar @MEAIndia @Office_of_KK @PIB_India @DDIndialive @DDNational… pic.twitter.com/Qu57uV5WHJ
— India in Russia (@IndEmbMoscow) May 22, 2025
অন্য খবর দেখুন