ওয়েব ডেস্ক: ভারত-পাক যুদ্ধের আবহে, পাকিস্তান (Pakistan) বারংবার ভারতের ধর্মীয় স্থানে আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু তা প্রতিহত করতে সক্ষম হয় ভারতীয় সেনা (Indian Army)। আর এবার প্রকাশ্যে এল সেই তথ্য, কীভাবে বুদ্ধপূর্ণিমার আগের দিন রাতে পাকিস্তানের মুহুর্মুহু ড্রোন হামলা প্রতিহত করে ভারত। আকাশ ক্ষেপণাস্ত্র, এবং এল ৭০ এয়ার ডিফেন্সের সাহায্যে রক্ষা করা হয় স্বর্ণমন্দিরকে (Golden Temple), সোমবার জানাল ভারতীয় সেনা।
পহেলগামে জঙ্গিরা ভারতের নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়েছিল, তারই জবাব ভারতের ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। পাকিস্তান বারংবার ভারতের ধর্মীয়স্থানে আঘাত হানার চেষ্টা করে। কিন্তু পাকিস্তানের সবকটি হামলাই প্রতিহত করতে সক্ষম হয় ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান মূলত ভারতের বসতি এলাকা, এবং ধর্মীয় স্থানে আঘাত হানার চেষ্টা করে। এমনকী বুদ্ধ পূর্ণিমার আগের দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান অমৃতসরের স্বর্ণমন্দিরে আঘাত হানার চেষ্টা করে। তবে তা প্রতিহত করতে সক্ষম হয় ভারতীয় সেনা।
আরও পড়ুন: হায়দরাবাদে বিস্ফোরণের ছক আইসিস জঙ্গিদের, ভেস্তে দিল পুলিশ
সোমবার ভারতীয় সেনার পক্ষ থেকে একটি প্রদর্শনী দেখানো হয়, যেখানে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এল-৭০ এয়ার ডিফেন্স গান সিস্টেম কীভাবে অমৃতসরের স্বর্ণ মন্দির এবং পাঞ্জাবের শহরগুলিকে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে রক্ষা করেছে সেই কথা তুলে ধরা হয়।
সোমবার প্রদর্শনীতে দেখানো হয়, কীভাবে আকাশ ক্ষেপণাস্ত্র এবং এল-৭০ এয়ার ডিফেন্স গান সিস্টেম, এই দুই ব্যবস্থা কাজ করে পাঞ্জাবের গুরুত্বপূর্ণ স্থান এবং স্বর্ণ মন্দিরকে আকাশ পথে আসা আক্রমণ থেকে রক্ষা করেছিল। সেনাবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানি হামলার পাল্টা জবাব দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। ভারতের দক্ষ বিমান প্রতিরক্ষা কর্মীরা পাকিস্তানের সমস্তরকম হামলা প্রতিহত করতে সক্ষম হয়। স্বর্ণ মন্দিরের সামান্যতম ক্ষতিও হতে দেওয়া হয়নি ভারতীয় সেনার পক্ষ থেকে।
দেখুন অন্য খবর: