ওয়েব ডেস্ক: ভারতের নিরাপত্তা ব্যবস্থায় ফের হানা দেওয়ার চেষ্টা করল পাকিস্তানি হ্যাকাররা (Pakistani Hacker)। পহেলগাম জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) যখন দুই দেশের সম্পর্কের পারদ চড়ছে, তখন এই নিয়ে একাধিকবার সাইবার হামলার (Cyber Attack) চেষ্টা চালানো হল পাকিস্তানের তরফে। তবে আগের মতো এবারও সেই চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে ভারতীয় গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা বাহিনী (Indian Cyber Security)।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ‘ইন্টারনেট অফ খিলাফাহর’ বা IOK নামক একটি পাকিস্তানি হ্যাকার গোষ্ঠী সম্প্রতি একাধিকবার ভারতীয় সেনাবাহিনীর ওয়েবসাইটে (Indian Army Website) সাইবার হানা চালানোর চেষ্টা করেছে। লক্ষ্য ছিল ওয়েবসাইট বিকৃতি, পরিষেবা ব্যহত করা এবং গোপন তথ্য চুরি করা। এই হ্যাকার চক্র ‘পহেলগাঁও কাণ্ড’-এর পর থেকে সক্রিয় হয়ে ওঠে বলেও জানিয়েছে গোয়েন্দারা।
আরও পড়ুন: ৩ সেনাপ্রধানকে নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মোদি, এবার কী হবে?
ভারতীয় নিরাপত্তা বাহিনীর মতে, ‘ইন্টারনেট অফ খিলাফাহর’ সহ একাধিক পাকিস্তানি হ্যাকার গোষ্ঠী পরিকল্পিতভাবে ভারতীয় সাইবার পরিকাঠামোয় হামলা চালাতে উদ্যত হয়। আগে শ্রীনগর ও রানিখেতের সেনা স্কুলের ওয়েবসাইটে প্ররোচনামূলক বার্তা পোস্টের চেষ্টা করা হয়েছিল। লক্ষ্য ছিল ‘আর্মি ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশন’ এবং ‘ইন্ডিয়ান এয়ার ফোর্স প্লেসমেন্ট অর্গানাইজেশন’-এর ওয়েবসাইটও।
তবে শুধুমাত্র ‘ইন্টারনেট অফ খিলাফাহর’ই নয়, আরও এক হ্যাকার গোষ্ঠী ‘টিম ইনসেন পিকে’-র নাম উঠে এসেছে আর্মি কলেজ অফ নার্সিংয়ের ওয়েবসাইট হ্যাকের ঘটনায়। তবে এখনও দেশের সাইবার নিরাপত্তা নিয়ে আতঙ্কের কিছুই নেই। কারণ ভারতের সাইবার নিরাপত্তা বাহিনীর তৎপরতায় এখনও পর্যন্ত সুরক্ষিত রয়েছে দেশের ডিজিটাল সীমান্ত।
দেখুন আরও খবর: