নয়াদিল্লি: উৎকণ্ঠার অবসান। কাবুল থেকে দেশে ফিরলেন ১০৭ জন ভারতীয়। বায়ুসেনার বিশেষ বিমানে গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে নামেন তাঁরা। কাবুল তালিবানদের দখলে চলে যাওয়ার পর থেকেই সেখান থেকে ভারতীয়দের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। এর আগেও কয়েক হাজার প্রবাসীকে দেশে ফিরিয়েছে নয়াদিল্লি। রবিবারের উড়ানটিতে মোট ১৬৮ জন যাত্রী ছিলেন।
সন্ত্রাস কবলিত কাবুলে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের দরজা। ভারতীয় দূতাবাসে হামলাও চালায় তালিবানরা। ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে বিশেষ ই-ভিসা চালু করা হয়েছে আটকে পড়া নাগরিকদের উদ্ধারের জন্য। দফায় দফায় ভারতীয়দের ফিরিয়ে আনছে বিদেশমন্ত্রক। নর্থ ব্লক সূত্রে খবর, আজই আরও একশোর বেশি ভারতীয়কে দিল্লিতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।
রবিবার সকালে দুটি বিমানে ইতিমধ্যেই ১৯৪ জনকে দেশে ফিরিয়েছে নয়াদিল্লি। দিল্লির হিন্দন এয়ারবেসে নামানো হয়েছে তাঁদের। ভারতীয়, অন্যান্য দেশের নাগরিকরা ছাড়াও বিমানে কয়েকজন আফগান সাংসদও ফিরেছেন। ভারতীয়দের ফেরাতে রোজ দুটি করে উড়ানের ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। তবে এখনও কত ভারতীয় এই মুহূর্তে আফগানিস্তানে রয়েছেন, বিদেশমন্ত্রকের কাছে সেই হিসাব নেই।
Indian Air Force's C-17 aircraft that took off from #Afghanistan's Kabul earlier this morning, lands at Hindon IAF base in Ghaziabad.
168 people, including 107 Indian nationals, were onboard the aircraft. pic.twitter.com/gDMozFkzEA
— ANI (@ANI) August 22, 2021
এরই মধ্যে দিন দুয়েক আগে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর যাওয়ার পথে তালিবানরা বন্দি করেছে ভারতীয়দের এই খবর প্রকাশ্যে আসে। অপহৃতদের পূর্ব কাবুলের তারাখিল শহরে নিয়ে যাওয়া হয়। তালিবান যদিও এই অপহরণের কথা অস্বীকার করে। কিন্তু একাধিক আফগান সংবাদমাধ্যম দাবি করে, শুধু অপহরণ নয়, ভারতীয় নাগরিকদের ওপর অত্যাচার চালানো হয়। দেখা হয় কোনও তালিবান বিরোধী ভারতীয়দের সঙ্গে মিশে দেশ ছাড়ছে কিনা? পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এতে আরও আতঙ্ক ছড়ায়।
Evacuation continues!
IAF special repatriation flight with 168 passengers onboard, including 107 Indian nationals, is on its way to Delhi from Kabul. pic.twitter.com/ysACxClVdX— Randhir Jaiswal (@MEAIndia) August 22, 2021