নয়াদিল্লি: সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে ভারত চোখে চোখ রেখে গোটা বিশ্বকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে কোনও নিউক্লিয়ার শক্তিকে ভয় পায় না ভারত। সন্ত্রাসবাদ কোনও ভাবে বরদাস্ত করবে না ভারত। তার পাল্টা জবাব দেবে। সোমবার জাতীর উদ্দেশে ভাষণে কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না ভারত’।
অপারেশন সিঁদুরের পর সোমবার রাতে প্রথমবার দেশবাসীর সামনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদি। এদিন ভাষণে মোদি বলেন, পারমাণবিক ব্ল্যাকমেইলের আড়ালে জঙ্গিবাদ ভারত বরদাস্ত করবে না। কোনও হুমকিতে ভারত পিছিয়ে যাবেনা। নিউক্লিয়ার ব্ল্যাকমেলের সামনে মাথা নোয়াবে না ভারত, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী। অপারেশন সিদুঁরকে সামরিক অভিযানকে ‘নিউ নর্মাল’ বলে উল্লেখ করেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি সেটাও ফের একবার স্পষ্ট করে দেন। ভারত এবং নাগরিকদের যে কোনও হুমকি থেকে রক্ষা করার জন্য আমরা দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখব।”
আরও পড়ুন: সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা মোদির
এ দিন প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না। নিউক্লিয়ার ব্ল্যাকমেলের ছত্রছায়ায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামোগুলিতে হামলা চালাবে ভারত।’ তিনি আরও জানান, যে কোনও সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দেবে ভারত। ভবিষ্যতে পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতে হামলা চালালে, পাকিস্তান রাষ্ট্রকে সন্ত্রাসবাদীদের থেকে আলাদা করে দেখা হবে না বলেও জানান তিনি। গোটা বিশ্বের কাছে সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানের মুখোশ ভারত খুলে দিয়েছে। তিনি বলেন, আমাদের স্কুল-কলেজ, সাধারণ নাগরিকের বাড়িঘর, মন্দিরকে নিশানা করল পাকিস্তান। ওরা ব্যর্থ হল। ভারত প্রতিহত করেছে ওদের হামলা। দুনিয়া দেখল কী ভাবে পাকিস্তানের ড্রোন, মিশাইল ভারতের কাছে ধুলিসাৎ হল। আকাশেই নষ্ট করে দেওয়া হল। তিন দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতেই পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে। হেরে যাওয়ার পরে ১০ মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমও-র দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি।
দেখুন ভিডিও