নয়াদিল্লি: মানববিহীন মহাকাশযান উৎক্ষেপণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার জন্য ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা দফতরের সূত্রে এ খবর জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে যে, ভারত এবং যুক্তরাষ্ট্র গত জুলাইয়ের শেষের দিকে প্রতিরক্ষা প্রযুক্তি ও বাণিজ্যিক উদ্যোগে মানববিহীন বিমান যান সংক্রান্ত একটি প্রকল্প চুক্তি (পিএ) স্বাক্ষর করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে সহ-বিকাশের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিটিটিআই-এর অধীনে এয়ার সিস্টেমে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সহ-চেয়ারম্যানদের দ্বারা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগের (ডিওডি) মধ্যে এই পিএ স্বাক্ষরিত হয়েছিল।
একটি ALUAV প্রোটোটাইপ সহ-বিকাশের জন্য সিস্টেমের নকশা, উন্নয়ন, প্রদর্শন, পরীক্ষা-নিরীক্ষা এবং মূল্যায়নের জন্য বিমান বাহিনীর গবেষণা ল্যাবরেটরি, ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার মধ্যে সহযোগিতার রূপরেখা তুলে ধরা হয়। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, ALUAV- এর জন্য প্রজেক্ট এগ্রিমেন্ট প্রথম ২০০৬ সালের জানুয়ারী মাসে স্বাক্ষরিত হয়েছিল এবং ২০১৫ সালের জানুয়ারী মাসে পুনর্নবীকরণ করা হয়।
আরও পড়ুন : ড্রোন হামলা ঠেকাতে প্রতিরক্ষা বাহিনীর হাতে ডিআরডিও-র তৈরি অ্যান্টি ড্রোন সিস্টেম
এটি প্রতিরক্ষা সরঞ্জামের সহ-বিকাশের মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতা আরও গভীর করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।