ওয়েব ডেস্ক : ভারত-মার্কিন সম্পর্কে U টার্ন। বড়সড় প্রতিরক্ষা সহযোগিতার দিকে এগোচ্ছে ভারত(India) ও আমেরিকা(America)! এবার আমেরিকার কাছ থেকে বিভিন্ন অস্ত্র কিনতে চলেছে ভারত। সূত্রের খবর, ইতিমধ্যে ভারত-আমেরিকার মধ্যে বোয়িং P-81 বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।
পহেলগাম ঘটনার পর ভারত-পাকিস্তান সংঘাতের মাঝে ভারত(India) ও আমেরিকার (America) মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছিল। ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দাবিকে কার্যত নাকচ করে দিয়েছিল ভারত সরকার। শুধু ভারত পাকিস্তান (Pakistan) নয়, আগামী দিনে ভারত তার সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো ধরনের কঠিন সিদ্ধান্ত যে নেবে, তা সাফ জানিয়ে দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে। এক কথায় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্টের কোন হুমকিকে আর যে আমল দেওয়া হবে না তা বুঝিয়ে দেওয়া হয়েছিল। উল্টোদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে একাধিক অস্ত্র কেনার বিষয়টি চূড়ান্ত করেছিল ভারত সরকার।
আরও খবর : ডিজিটাল স্ক্যামে অভিযুক্ত ৭ তরুণ ধৃত উত্তরপ্রদেশে
তবে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কে বরফ গলছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারত-আমেরিকার মধ্যে বোয়িং P-81 বিমান কেনার চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই অত্যাধুনিক সাবমেরিন শিকারি বিমান ভারতীয় নৌবাহিনীর(Indian Navy) অন্যতম শক্তিশালী অস্ত্র। এবার আরো ছয়টি এই ধরনের বিমান আসতে চলেছে ভারতের হাতে। এগুলি আগামী দিনে ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
অন্যদিকে আমেরিকার পক্ষ থেকেও আশা প্রকাশ করা হয়েছে, দু দেশের মধ্যে আগামী দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তি গুলি দ্রুত চূড়ান্ত রূপ পাবে। যেগুলি দু’দেশের মধ্যে আরও গভীর সামরিক সহযোগিতা গড়ে তুলবে। সূত্রের খবর ভারত-আমেরিকার বড়সড় প্রতিরক্ষা চুক্তির গুলির মধ্যে রয়েছে, MQ-9B ড্রোন, জেট ইঞ্জিন টেকনোলজি ট্রান্সফার, P-81 বিমান।
দেখুন অন্য খবর :