নয়াদিল্লি: করোনার তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কে গোটা দেশ। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে এক ধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের তথ্য অনুযায়ী, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫,৯৫১ জন৷ মঙ্গলবারের তুলনায় বাড়ল প্রায় ২২ শতাংশ। তার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৩ লক্ষ ৬২ হাজার ৮৪৮।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের৷ এই সংখ্যাটা আগের দিনের থেকে কিছুটা কম। ১৩ এপ্রিলের পর প্রথমবার দৈনিক মৃত্যু ৯০০-র নীচে নামল। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৯৮ হাজার ৪৫৪৷ দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৭২৯ জন৷ মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৯৪ লক্ষ ২৭ হাজার ৩৩০ জন। সুস্থতার হার ৯৬.৯২ শতাংশ।
আরও পড়ুন: চার দিনে ৭ ড্রোন জম্মু-কাশ্মীরের আকাশে
গত ৪৮ দিন ধরে যতজন দৈনিক কোভিডে আক্রান্ত হয়েছেন, তার থেকে বেশি রোগী রোজ সুস্থ হয়ে উঠছেন। এর জেরে দেশে অ্যাকটিভ কেস ধারাবাহিকভাবে কমছে। এ দিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে প্রায় ১৬ হাজার। একমাস আগে দেশে সক্রিয় রোগী ছিল ৩৭ লক্ষের বেশি। এখন তা কমে ৬ লক্ষের নীচে চলে এসেছে। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ৫,৩৭,০৬৪টি৷
অর্থাৎ, দেশে এখন চিকিৎসাধীন রয়েছেন ৫ লক্ষ ৩৭ হাজার ৬৪ জন। মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। আপাতত দেশজুড়ে টিকাকরণেই জোর দিচ্ছে সরকার। ইতিমধ্যেই দেশের ৩৩ কোটি ২৮ লক্ষ ৫৪ হাজার ৫২৭ জনকে টিকা দেওয়া হয়েছে।