ওয়েব ডেস্ক: সন্ত্রাস দমন ইস্যুতে এবার পাকিস্তান (Pakistan) ঘনিষ্ঠ তুরস্ককে (Turkey) স্পষ্ট বার্তা দিল ভারত (India)। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বলেন, “যে কোনও দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক সংবেদনশীলতা ও উদ্বেগের প্রতি সম্মান জানিয়ে গড়ে ওঠে। আমরা আশা করি, তুরস্ক পাকিস্তানকে বোঝাবে যাতে সে সীমান্তে সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ করে।”
কিন্তু কেন তুরস্ককে এই বার্তা দিল নয়াদিল্লি? আসলে সম্প্রতি একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানে শুধু ড্রোন প্রযুক্তি নয়, সরাসরি সেনা সহায়তাও দিয়েছে তুরস্ক। এমনকি, ভারতবিরোধী কার্যকলাপে তুরস্কের সক্রিয় অংশগ্রহণের অভিযোগ উঠেছে। এর জেরে অনেক ভারতীয় পর্যটক তুরস্ক ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন।
আরও পড়ুন: মায়ানমারে করিডোর নিয়ে ইউনুসকে হুঁশিয়ারি বাংলাদেশ সেনা প্রধানের
এই পরিস্থিতিতে এতদিন পর্যন্ত তুরস্কের প্রতি সরাসরি কোনও প্রতিক্রিয়া না দিলেও, এবার কূটনৈতিক স্তরে কড়া বার্তা দিল নয়াদিল্লি। ঠিক এক মাস আগে কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সাংবাদিক বৈঠকে জয়সওয়ালের বক্তব্যে উঠে এল আঙ্কারার প্রতি ভারতের অসন্তোষের ইঙ্গিত। তিনি বলেন, “সন্ত্রাসবাদকে যারা আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া জরুরি। তুরস্ক যেন ইসলামাবাদকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে বোঝায়।”
বিশ্লেষকদের মতে, এই মন্তব্যের মাধ্যমে ভারত স্পষ্টভাবে এই ইঙ্গিত দিল যে, যদি তুরস্ক সীমান্ত সন্ত্রাসে পাকিস্তানের পাশে দাঁড়ায়, তবে নয়াদিল্লি-আঙ্কারা সম্পর্কেও এর প্রভাব পড়তে পারে। তবু এখনও কূটনৈতিক আশা ছাড়ছে না ভারত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াইয়ের বার্তাই দেওয়া হচ্ছে নয়াদিল্লির তরফে।
দেখুন আরও খবর: