নয়াদিল্লি: সোমবার দুপুর ১২ টায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতির পর প্রথম ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের (DGMO) বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে গেল। দুদেশের DGMO-র (India Pakistan DGMO Meeting) বৈঠকের সময় বদল করা হল। সোমবার ১২ টার পরিবর্তে এই বৈঠক শুরুর সম্ভাবনা বিকেল ৫ টার দিকে। এই বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বাসভবনে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হল। বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান। DGMO-র বৈঠকে কোন কোন প্রসঙ্গে আলোচনা করবে ভারত তা নিয়েই মূলত আলোচনা চলে বলে খবর। সূত্রের খবর DGMO-র বৈঠক শেষ হওয়ার পর সেনাবাহিনীর তরফে সাংবাদিক বৈঠক হবে। তাতে বক্তব্য রাখবেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই।
শনিবার বিকেলে বারত-পাকিস্তান দু’দেশ সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল। বিদেশসচিব বিক্রম মিস্রী (Vikram Misri) জানিয়েছিলেন, ওই দিনই দুই দেশের ডিজিএমও-র কথা হয়েছিল। তারপরই দু’দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। সোমবার দুপুর ১২টায় পরবর্তী আলোচনা হবে। ভারত-পাক সংঘর্ষবিরতি শুরু হওয়ার পর প্রথম ২ দেশের DGMO স্তরের বৈঠকের সময় বদল হল। বৈঠক হবে আজ সোমবার সন্ধেয়। বিশেষজ্ঞ মহলের মতে এই বৈঠকে, সন্ত্রাস দমনে পাকিস্তান কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চাইতে পারে ভারত। পাশাপাশি ভারত যে সীমান্তে সন্ত্রাসবিরোধী অপারেশন চালিয়ে যাবে, তাও স্পষ্ট করা হবে। পাক সেনাদের হাতে ‘বন্দি’ বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ছাড়ার দাবি তুলতে পারেন ভারতের ডিজিএমও রাজীব ঘাই। বিএসএফ জওয়ানকে ফেরানো নিয়ে বারবার কেন্দ্রের উপর চাপ দিচ্ছে বাংলার শাসকদল তৃণমূল। বৈঠকে পূর্ণম সাউকে ফেরানোর দাবি তুলতে পারে ভারত।
আরও পড়ুন: দুদেশের সংঘর্ষ পরিস্থিতিতে বন্ধ থাকা ৩২টি বিমানবন্দর খুলল
অন্য খবর দেখুন