ওয়েব ডেস্ক: সোমবার দুপুর ১২টায় বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন ভারত ও পাকিস্তান দুই দেশের DGMO। ভারতের তরফে বৈঠকে DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পাকিস্তানের তরফে বৈঠকে DGMO মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। সূত্রের খবর, হটলাইনে আলোচনা হবে দুই দেশের DGMO-এর।
আরও পড়ুন: বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকের তোপের মুখে রাজ্য নেতারা
প্রসঙ্গত, এদিন দুপুর আড়াইটেয় অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে ফের সাংবাদিক বৈঠক উচ্চ পদস্থ আধিকারিকরা।
দেখুন আরও খবর: