ওয়েবডেস্ক: বাংলাদেশের (Bangladesh) উপর চাপ বাড়াচ্ছে ভারত (India)? বাংলাদেশের রেডিমেড পোশাক ও প্রক্রিয়াজাত খাবার ভারতীয় বন্দরে আনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়ানো হল হল। অবাধ ব্যবহার খর্ব করা হল। এক কথায় বলা যেতে পারে নিষেধাজ্ঞা চাপল। বাণিজ্য মন্ত্রকের (Ministry of Commerce) অধীনস্ত ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি (Notification) জারি করেছে। তবে এটাও বলা হয়েছে নোপাল ও ভুটানের জন্য নিয়ে যাওয়া পণ্যের ক্ষেত্রে বন্দরের এই নিষেধাজ্ঞা থাকছে না। শোনা যাচ্ছে নদীর জল বন্টনের ব্যাপারও খতিয়ে দেখা শুরু হয়েছে। পোশাক রফতানি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ভারতের বাজার পেতে সমস্যা হলে, ভারতের মধ্য দিয়ে বিদেশে পণ্য নিয়ে যেতে সমস্যা হলে বাংলাদেশ চাপে পড়বে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশে গত ৫ অগাস্ট ছাত্র জনতা বিক্ষোভের জেরে সেসময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেন। এরপর সেখানে মহম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই ইউনুসের আমলে ভারত বিদ্বেষ বেড়েছে বাংলাদেশে। সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে। ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির ঘুরে গিয়েছে পাকিস্তান। কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে ভারতের জন্য। বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি ভাঙা হয়েছে। হাসিনার দল আওয়ামি লিগকে গায়ের জোরে নিষিদ্ধ করা হয়েছে। এখনকার বাংলাদেশের আচরণে সতর্ক ভারত। চীনে গিয়ে ইউনুসের ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে নিয়ে সেভেন সিস্টার্সের মন্তব্যকেও ভালো চোখে দেখা হচ্ছে না। ফলে তথ্যাভিজ্ঞ মহল মনে করছে, এই ঘটনা চাপে পড়বে বাংলাদেশ। তবে এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রকের কোনও বক্তব্য এই প্রতিবেদন আপলোড করা পর্যন্ত পাওয়া যায়নি।