ওয়েবডেস্ক: বিদায়ের পথে রাশিয়ার মিগ ২৯কে। ক্ষমতায় আসার বছর খানেকের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন ফ্রান্স থেকে প্রায় ৫৯ হাজার কোটি টাকার রাফাল যুদ্ধ বিমান কেনার। পরে ওই রাফাল নিয়ে অনেক বিতর্ক হয়। এবার ফের রাফাল কিনতে চলেছে ভারতে। এর জন্য খরচ আগের চেয়েও বেশি। জলপথে চীন ভারতের উপর নজরদারি বাড়াচ্ছে। ভারত এবার আরও নৌ ক্ষমতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল। নৌবাহিনীর (Navy) জন্য ফ্রান্স (France) থেকে ২৬টি রাফাল যুদ্ধ বিমান (Rafale Marine Deal) কিনছে ভারত। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি এর ছাড়পত্র দিল। ৬৩ হাজার কোটি টাকার চুক্তি। এতে নৌ বাহিনী ২২টি এক আসনের জেট পাবে। এবং চারটি দুই আসনের যুদ্ধ বিমান পাবে। এই চুক্তিতে নৌ বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। নৌ বাহিনীর আকাশ ক্ষমতা বাড়াতে এই উদ্যোগ। এই যুদ্ধ বিমান অনেক উন্নত মানের। লক্ষ্যে আঘাত হানার ক্ষমতা অনেক উন্নত। অপারেশনের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে বৈচিত্র্য এর অন্যতম বৈশিষ্ট্য। বুধবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, চার বছর পর থেকে এই প্রকল্পে প্রথম রাফাল যুদ্ধ বিমান ঢুকবে দেশে।
২০২৯ সালের মধ্যেই প্রথম ব্যাচের রাফাল যুদ্ধ বিমান পাবে ভারত। ২০৩১ সালের মধ্যেই সব যুদ্ধ বিমান চলে আসবে। মিগ ২৯কের জায়গায় আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস বিক্রান্ত এক্ষেত্রে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার হিসেবে কাজ করবে। চুক্তি অনুযায়ী, ফ্রান্সের দাসাল্ট এভিয়েশন এর রক্ষণাবেক্ষণ করবে। এর আগে রাফাল যুদ্ধ বিমান কিনেছে ভারত। যা ভারতে আকাশ পথকে অনেক বেশি শক্তিশালী করেছে।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ পি চিদম্বরম
দেখুন অন্য খবর: